মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০১৭’র ১৭ পদের মধ্যে ৩টি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৪ জন নির্বাচিত হতে চলেছেন। এরমধ্যে সাধারন সম্পাদক পদে মোতাহার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক পদে জিএম ফারুক আলম, প্রভাষক নুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে এসএম সিদ্দিক নির্বাচিত হতে যাচ্ছেন। অন্য ১৩ টি পদের বিপরীতে ২৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। রবিবার ছিল মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন। এরমধ্যে সভাপতি পদে এসএম মজনুর রহমান, ফারুক আহম্মে লিটন, একেএম নিছার উদ্দীন খান আজম ,শাহিনুর রহমান পান্না, সহসভাপতি পদে এমএ মতিন, মোঃ মনিরুজ্জামান, অধ্যাপক নুরুল ইসলাম খোকন, অর্থ সম্পাদক পদে ডাঃ মিজানুর রহমান, তাজ উদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম, অশোক কুমার বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মনোয়ার উদ্দীন আহম্মেদ, হারুণ-অর-রশিদ সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মোঃ শফিয়ার রহমান, উজ্জ্বল কুমার রায়, প্রচার সম্পাদক পদে মোঃ আলিমুন হোসেন, মোঃ হারুন-অর-রশীদ, নির্বাহী সদস্য পদে রাহাত আলী, আসাদুজ্জামান রয়েল, অধ্যাপক হোসাইন নজরুল হক, মোঃ জয়নুল আবেদীন, উৎপল বিশ্বাস, মাস্টার আনিছুর রহমান, অধ্যাপক আব্বাস উদ্দীন, মোঃ রবিউল ইসলাম। উল্লেখ্য, ২৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও ২৫ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
0 comments: