Monday, December 12, 2016

যেভাবে জঙ্গি হয়ে ওঠে মণিরামপুরের নাজিম ওরফে ‍নকশা নাজিম

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

চট্টগ্রামে আটক পাঁচ জঙ্গির মধ্যে যশোরের মণিরামপুরের নাজিম উদ্দীন আল আজাদ ওরফে নকশা নাজিম ছোট বেলা থেকেই ছিলো অনেকটা ডানপীটে। স্কুল-কলেজ পড়ুয়া নাজিম খুব অল্প সময়ের মধ্যে ধর্মীয় অনুশানের প্রতি দূর্বল হয়ে পড়ে। নাজিমের পিতা উপজেলার ভরতপুর গ্রামের হাসান গাজী ছিলেন স্থানীয় জনতা ব্যাংকের নাইটগার্ড। তার ১ মেয়ে আর ২ ছেলের মধ্যে নাজিম মেঝ। ভাই বোনের মধ্যে সবার বড় বোন বিবাহিত। ভাইদের মধ্যে নাজিম বড়। অপর ছোট ভাই আজিম ভাড়ায় মোটরসাইকেল চালায়। ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বাজারে উগ্রতার সাথে চলাফেরা করা ছেলে নাজিম হঠাৎ করেই ধর্মীয় অনুশাসনে বন্দি হয়ে পড়ে। বন্ধু হাসান সমীর (বর্তমানে আমেরিকা প্রবাসী), মেঝবাহ উদ্দীন চন্টু ওরফে চন্টু মেম্বার (ক্রসফায়ারে নিহত), চঞ্চল (সৌদি থেকে ফিরে এসে মানষিক ভারসাম্যহীন) ও ঢাকায় যার বাসার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়েছিলো সেই মাহফুজ আনাম অনেকটা খেয়ালীপনায় মধ্যদিয়ে স্থানীয় এক অবসরপ্রাপ্ত সরকারী বিদ্যালয়ের শিক্ষকের সহচার্যে ১৯৯২ সালে এইচএসসি পরীক্ষার পর অবকাশ সময়ে বন্ধুদের সাথে চলে যায় তাবলীগ জামায়াতে। সেখান থেকে ফিরে এসে কিছুদিন লম্বা দাড়ি, টুপি-পাঞ্জাবী পরিধান করে তারা। কিছুদিন পার না হতেই আমেরিকা প্রবাসী হাসান সমীর ও চঞ্চল দাড়ি-টুপি বাদ দিয়ে পূর্বের পরিবেশে ফিরে যায়। কিন্তু ফিরতে পারেনি নাজিম, চন্টু ও মাহফুজ। এভাবেই চলতে থাকে কয়েক বছর। সূত্র জানায়, ১৯৯৬ সালে আফগানিস্থানে গৃহযুদ্ধ শুরু হলে বাংলাদেশ হতে যে ক’জন জেহাদী আল-কায়দার তালেবান যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিতে আফগানিস্থান গিয়েছিলো নাজিম তাদের মধ্যে অন্যতম। সূত্র আরো জানায়, তিন চিল্লার নাম করে বাড়ি থেকে বের হয়ে কয়েকমাস নিরুদ্দেশ হয় নাজিম। এর পর মণিরামপুর ফিরে এসে হরকাতুল জিহাদের (হুজি) মিছিলে নেতৃত্ব দিয়ে বেশ আলোচনায় আসে সে। এরপর পৌরশহরে আল-এখওয়ান লাইব্রেরী নামে একটি বুকস্টল দিয়ে শুরু করে ব্যবসা। এরইমধ্যে ১৯৯৭ সালে জালঝাড়া গ্রামের নাজমা খাতুন নামের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর বইয়ের ব্যবসা বাদ দিয়ে শুরু করে পাঞ্চাবী তৈরীর কারখানা। নাম দেয় নকশা পাঞ্জাবী হাউজ। মূলত: তখন থেকেই সে মণিরামপুরে “নকশা নাজিম” নামে পরিচিত হয়ে ওঠে। বছর দু’য়েক পাঞ্জাবী তৈরীর কাজ করে সে ব্যবসাটিও বাদ দেয়। এর পরপরই শুরু করে কম্পিউটার প্রশিক্ষণ, ডিজাইন ও কম্পোজের ব্যবসা। এব্যবসা প্রতিষ্ঠানটির নামও দেয় নকশা কম্পিউটার। ইতিমধ্যে নাজিম-নাজমা দম্পতির ঘরে আসে তুবা ও তৈয়েবা নামের দুই কণ্যা সন্তান। অতি অল্প সময়ে উপজেলার গন্ডি ছাড়িয়ে ব্যপক পরিচিত হয়ে ওঠে নকশা কম্পিউটার। মূলত: নকশা কম্পিউটারে বসেই ইন্টানেটের মাধ্যমে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সাথে সম্পর্ক গড়ে ওঠে নাজিমের। ২০১০ সালের শেষের দিকে জমজমাট ব্যবসায়ীক প্রতিষ্ঠান নকশা কম্পিউটার উপজেলা যুবদল সভাপতি আসাদুজ্জামান মিন্টুর নিকট বিক্রি করে দিয়ে ঢাকায় চলে যায় সে। হঠাৎ একদিন দাড়ি কেটে ক্লিনসেভ করে, টুপি ছেড়ে জিন্স প্যান্ট আর গেঞ্চি পরে মণিরামপুরে আসে নাজিম। জানায়, ঢাকায় একটি কোম্পানীতে চাকরি নিয়েছে। কিছুদিন পর চলে যায় মালেয়শিয়া। প্রায় বছর তিনেক পর আবারো ফিরে আসে দেশে। দেশে এসে বড় মেয়ে তুবাকে বিয়ে দেয় খানপুরের এক ছেলের সাথে। এবার ঢাকার একটি হজ্জ্ব এজেন্সিতে চাকরি নেয় সে। চাকরি করাকালীন সময়ে ঢাকায় বসবাসরত বন্ধু মাহফুজের বাসায় অবস্থান করতো। সেখানে মাত্র মাস চারেক চাকরি করে সেটা ছেড়ে দিয়ে বন্ধু মাহফুজের বাসায় অবস্থান করতে থাকে। সেখানে থাকা অবস্থায় নিখোঁজ হয় নাজিম। নিঁখোজের পর তার পরিবারের পক্ষ থেকে একাধিক সংবাদ সম্মেলন করে দাবি করা হয়, গত ২৫ মে সকালে ব্যবসায়ীক কাজে গাউসুল আযম নামের এক বন্ধুর ফোন পেয়ে বন্ধু মাহফুজের বাসা থেকে বের হয়ে নিঁখোজ হয় নাজিম। এব্যাপারে রাজধানীর ভাটারা থানায় একটি ডায়েরী করে তার স্ত্রী। গত মাস দু’য়েক আগে যশোর জেলা পুলিশ যশোরের সেরা পাঁচ জঙ্গি তালিকা প্রকাশ করে। তাতে নাজিমের ছবি প্রকাশ করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে র‌্যাবের অভিযানে আটক পাঁচ জঙ্গির মধ্যে নাজিমকে দেখা গেলে পৌরশহরে সেটি টক অব দ্য টাউনে পরিণত হয়।

Saturday, November 12, 2016

ইত্যাদি’ এবার যশোরে প্রচার ১৮ই নভেম্বর !
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

দেশ পরিক্রমার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র এবারের মূলপর্ব ধারণ করা হয়েছে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরে। স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন দেশের সবচাইতে প্রাচীন যশোর কালেক্টরেট ভবনের সামনে গত ৫ই নভেম্বর ধারণ করা হয় এবারের ‘ইত্যাদি’। শেকড় সন্ধানী ইত্যাদির এবারের পর্বে যশোরের ইতিহাসrও ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন এবং যশোরের গদখালীর ফুল উৎপাদন ও বাজারজাতকরণের উপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি শিক্ষক পরিবারের উপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। যে পরিবারের প্রত্যেকেই নিজেরা শিক্ষা গ্রহণ করে অন্যকেও শিক্ষার আলোয় আলোকিত করার ব্রত নিয়েছেন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছে ফ্রান্সের প্যালেস অব ভার্সাই এর উপর। একসময় যেখানে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত অবস্থান করেছেন। এবারের ইত্যাদি’তে মূল গান রয়েছে দু’টি। যশোরেরই সন্তান কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র মো?হাম্মদ আবদুল জব্বার। দীর্ঘদিন টিভি পর্দায় অনুপস্থিত যশোরের সন্তান শিল্পী আকবরকে দেখা যাবে এবারের ইত্যাদি’তে। যশোরকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামান লেখা ও আলী আকবর রূপুর সুর করা একটি দলীয় সংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন যশোরের অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। এবারে যশোরকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝ থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। এবারের দর্শক পর্বের আমন্ত্রিত অতিথি ছিলেন যশোরেরই কৃতী সন্তান খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। তারই লেখা ৪টি জনপ্রিয় গানের উপরে সাজানো হয়েছে দ্বিতীয় পর্ব। যা ছিল বেশ উপভোগ্য। নিয়মিত পর্ব হিসেবে এবারও রয়েছে যথারীতি মামা-ভাগ্নে, নানী-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু সরস ও তীক্ষ্ন নাট্যাংশ। খাদ্য যন্ত্রণা, সুন্দর মন-সুন্দর দেশ, বর্তমান নাটকের হালচাল, কথার বিড়ম্বনা, প্রার্থীর প্রার্থনা ও নিয়োগকর্তার বিস্ময়, বিক্রি বাড়ানোর ডিজিটাল পন্থা, মেরুদণ্ডহীন শিক্ষিত সমাজসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মতো এবারও ইত্যাদি’র শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন অনুষ্ঠানের নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। এবারের অনুষ্ঠানে উলেখযোগ্য শিল্পীরা হলেন নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসিন, জিয়াউল হাসান কিসলু, কে এস ফিরোজ, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, আবদুল কাদের, আফজাল শরীফ, শবনম পারভীন, আবদুল আজিজ, কাজী আসাদ, জিলুর রহমান, আমিন আজাদ, নিপু, শেলী আহসান, সজল, বিনয় ভদ্র, বিলু বড়ুয়া, জামিল, নজরুল ইসলাম, সাজ্জাদ সাজু, ফরিদসহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা সরকার ও মামুন মোহাম্মদ। সব শ্রেণী-পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি’র আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ১৮ই নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে যথারীতি কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।
মনিরামপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় যুবলীগ কর্মীসহ নিহত ২:আহত ২
মনিরামপুর কণ্ঠ ডেক্স॥

যশোরের মনিরামপুরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক যুবলীগ কর্মী এবং কলেজ ছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় যুবলীগের ২ কর্মী। এর মধ্যে শনিবার রাতে পৌরশহরে পরিবহনের চাপায় নিহত হয় যুবলীগ কর্মী মুরাদ হোসেন। অন্যদিকে কলেজ ছাত্রী হালিমা খাতুন সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঢাকার সাভারে সিআরপিতে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। নিহত যুবলীগ কর্মী মুরাদ পৌরশহরের কামালপুর এলাকার আবদুল কুদ্দুসের ছেলে। নিহত কলেজ ছাত্রী হালিমা খাতুন গালদা গ্রামের ইউনুচ আলীর মেয়ে। সে যশোর মহিলা কলেজের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মনিরামপুর পৌরশহরের কামালপুর এলাকার যুবলীগ কর্মী মুরাদ হোসেন, রুবেল হোসেন ও হেলাল হোসেন শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোটরসাইকেলযোগে পৌরশহরের আসছিল। পথিমধ্যে মোহনপুর অাদদ্বীন অফিসের সামনে পৌছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ঢাকাগামী একে ট্রাভেলসের যাত্রীবাহী চলন্ত একটি কোচের সামনে ছিটকে পড়ে। এ সময় কোচের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় যুবলীগ কর্মী মুরাদ হোসেন। আহত হয় মোটরসাইকেলে থাকা অপর যুবলীগ কর্মী রুবেল ও হেলাল। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শনিবার রাতেই যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়।
অপরদিকে উপজেলার গালদা গ্রামের ইউনুচ আলীর মেয়ে হালিমা খাতুন বৃহষ্পতিবার সকালে যশোরে যাওয়ার পথে পুলেরহাট সড়কের কোদলাপাড়া ঝাউতলায় সড়ক দূর্ঘটনায় আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের সিআরপি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানাগেছে। মনিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সড়ক দূর্ঘটনায় যুবলীগ কর্র্মী নিহতের ঘটনায় কোচটি আটক করা সম্ভব হয়নি।

Saturday, October 29, 2016

মণিরামপুরে লুৎফর রহমান কলা ভবনের উদ্বোধন করলেন এমপি স্বপন

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।


মণিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমানের ২৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে রাজগঞ্জ ডিগ্রি কলেজ শোক সভার আয়োজন করে। কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রহমতুল্যাহ,মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,মুক্তিযুদ্ধা মোশারফ হোসেন,উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক হাফিজুর রহমান দুলু। কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় অভিভাবক সদস্য,শিক্ষার্থীসহ এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য কলেজের নব নির্মিত তিন তলা বিশিষ্ট লুৎফর রহমান কলা ভবনের ফলক উন্মোচন করেন। এদিকে শনিবার সকালে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার খোরশেদ আলমের বড় ভাই আরশাদ আলীর মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করতে মরহুমের নিজ বাড়িতে ছুটে যান।

Friday, October 28, 2016

মনিরামপুরে ১নং রোহিতা ইউনিয়নে ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু


ম‌ণিরামপুর কণ্ঠ ডেক্স।।


মনিরামপুরে ১নং রোহিতা ইউনিয়নের রোহিতা বাজারে ডিলার মফিজ উদ্দীন এর দোকানে জননেত্রী শেখ হাসিনা সরকার কতৃক ১০ টাকায় চাউল এর শুভ উদ্ভোদন করেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি ও মনিরামপুর পৌর মেয়র বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন, সাধারন সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, কাজী ইনদাদুল হক, সহ-সভাপতি অধীর মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক আলাউদ্দীন মোড়ল, যুবনেতা মোহর আলী, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, মহিতুল ইসলাম, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন, যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান নয়ন, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা মেহেদী হাসান, ইস্রাফিল হোসেন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।'

Wednesday, October 26, 2016

মণিরামপুরে খেদাপাড়ায় ইয়াবাসহ দম্পতি আটক

মণিরামপুরে কণ্ঠ ডেক্স।।
   

 মণিরামপুরে ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার খেদাপাড়া এলাকার নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন, ওই এলাকার আমজাদ হোসেন সরদারের ছেলে আরশাদ আলী (৫০) ও তার স্ত্রী আরজিনা বেগম (৪০)। এসময় ৩৩০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।
মণিরামপুর থানার ওসি বিপ্লবকুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জহির রায়হান, এএসআই মোশারফ হোসেন ও এএসআই মনিরুল ওই এলাকায় অভিযান চালিয়ে খেদাপাড়া এলাকার ইয়াবা ব্যবসায়ী আরশাদ আলী ও তার স্ত্রীকে আটক করেছেন।
এঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

Friday, October 21, 2016

জাতীয় কাউন্সিলে কাউন্সিলর তালিকায় নাম নেই মনিরামপুরের সাবেক ও বর্তমান দুই এমপির

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।


আজ থেকে শুরু হওয়‌া দুইদিন ব্যাপী বাংলা‌দেশ আওয়ামীলী‌গের কে‌ন্দ্রিয় কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলর হি‌সে‌বে তা‌লিকায় স্থান পায়‌নি য‌শো‌রের ম‌ণিরামপু‌রের সা‌বেক ও বর্তমান এম‌পিদ্ব‌য়। ১৯ অ‌ক্টোবর ‌কে‌ন্দ্রিয় আওয়ামীলী‌গের সভা‌নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা স্বাক্ষ‌রিত কাউ‌ন্সিলরে‌দের তা‌লিকায় য‌শোর জেলার ১২১ জন স্থান পে‌লেও নাম নেই ম‌নিরামপু‌রের আওয়ামীল‌ীগ দ‌লীয় সা‌বেক এম‌পি এড. খান টিপু সুলতানের। ম‌নিরামপুর আসন থে‌কে ব‌ারবার নির্বা‌চিত ব‌র্ষিয়ান এই নেতা জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তিসহ ছাত্র জীবন থে‌কেই দ‌লের গূরুত্বপূর্ণ দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। এক সম‌য়ে য‌শো‌রের তু‌খোড় এই ছাত্র‌নেতা সম্প্র‌তি নবগ‌ঠিত জেলা ক‌মি‌টি হ‌তেও বাদ প‌ড়ে‌ছেন। এমন‌কি সদস্য হি‌সে‌বে দেখা যায়‌নি বঙ্গবন্ধুর আস্থাভাজন এই নেতার নাম। আওয়ামীলী‌গের স্থানীয় দলীয় এক‌টি সূত্র জানায়, ওয়ান ই‌লি‌ভে‌নের সম‌য়ে সংস্কার পন্থী নেতা‌দের আস্থা ভাজন হি‌সে‌বে চি‌হ্নিত হওয়া এবং বিগত সংসদ নির্বাচ‌ন পরবর্তী সম‌য়ে তার পা‌রিবারিক এক‌টি হত্যাকা‌ন্ডের ঘটনায় চরম ই‌মেজ সংক‌টে প‌ড়েন খান টিপু সুলতান। এঘটনায় বিচা‌রের দা‌বি‌তে সারাদে‌শে আ‌ন্দোলন শুরু হ‌লে একপ্রকার আওয়ামীলীগ‌কেই তার জবাব‌দি‌হিতা কর‌তে হয়। এ‌তে ‌কে‌ন্দ্রিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ খোদ আওয়ামীলীগ সভানেত্রী নি‌জেই বেশ চ‌টে যান তার উপর। এরই খেসারত গুন‌তে হ‌চ্ছে ব‌লেও কাউ‌ন্সিলর থে‌কে নাম বাদ পড়ার পর থে‌কে এলাকায় বেশ জো‌রে সো‌রে প্রচার পা‌চ্ছে।
অপর‌দি‌কে ম‌ণিরামপু‌রের বর্তমান এম‌পি স্বপন ভট্টাচার্য্য বিগত নির্বাচ‌নে দলীয় ম‌নোনয়ন পে‌তে ব্যর্থ হ‌য়ে নেত্রীর সিদ্ধান্ত অবমাননা ক‌রে খান টিপু সুলতা‌নের বিপ‌ক্ষে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন। ওই নির্বাচ‌নে বিএন‌পি-জামায়াত ভোট বর্জন করায় নৌকার বিপ‌ক্ষে ভোটযু‌দ্ধে নে‌মেও সু‌বিধাজনক অবস্থান পে‌য়ে যান তি‌নি। যার ফলশ্রু‌তি‌তে সারা‌দে‌শে নৌকার জয়জয়কার থাক‌লেও আওয়ামী‌লীগের ‌ভোট ব্যাংকখ্যাত ম‌নিরামপুর আসন থে‌কে এম‌পি নির্বা‌চিত হন তৎকা‌লিন জেলা আওয়ামীলী‌গের কোষাধ্যক্ষ স্বপন ভট্টাচার্য্য। দলীয় সিদ্ধান্তের প্র‌তি বৃদ্ধাঙ্গুল দে‌খি‌য়ে এম‌পি হ‌লেও তা‌কে ব‌হিষ্কার করা হয় দল থে‌কে। আজও বহিষ্কারা‌দেশ ফি‌রি‌য়ে নেওয়া হয়‌নি ব‌লে দলীয় সূত্র‌টি জানায়। আর এ ব‌হিষ্কা‌রের সা‌থে‌ সাথে স্থানীয় আওয়ামী রাজনী‌তি‌তে কোনঠাসা হ‌য়ে প‌ড়েন‌‌ তি‌নি। সা‌বেক এম‌পি খান টিপু সুলতা‌নের ম‌তো বাদ প‌ড়েন জেলা ক‌মি‌টি থে‌কেও। আওয়ামীলীগ য‌শোর জেলা সূত্র জানায়, ব‌হিষ্কৃত তাই ক‌মি‌টি‌র সদস্য প‌দেও স্থান পায়‌নি। যে কার‌নেই ২০ তম জাতীয় কাউ‌ন্সি‌লেও কাউ‌ন্সিলর হি‌সে‌বে নাম নেই স্বতন্ত্র এই এমপির। এ‌দি‌কে ম‌নিরামপুরের উপ‌জেলা চেয়ারম্যান, মেয়র, একজন ইউ‌পি চেয়ারম্যানসহ কাউ‌ন্সিলর হি‌সে‌বে অ‌ন্যান্য‌দের নাম থাক‌লেও সা‌বেক ও বর্তমান দুই এম‌পির নাম না থাকায় অ‌নেকটা হতাশাগ্রস্থ হ‌য়ে‌ছেন তা‌দের সমর্থকরা।

Sunday, October 16, 2016

সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও কামরুল হাসান

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনদুর্ভোগ লাঘবে অনবদ্য অবদান রাখায় সেপ্টেম্বর ২০১৬ মাসের সম্মাননা ও সনদ পেয়েছেন মণিরামপুরের ইউএনও কামরুল হাসান। সনদ ও সম্মাননা স্মারক রোববার অক্টোবর মাসের উন্নয়ন সমন্বয় সভা শেষে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন যশোর জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর।
বিবেচ্য মাসে ফেসবুকের মাধ্যমে ছয়টি নাগরিক আবেদন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করায় তিনি এই সম্মাননা পেলেন বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান উপজেলার সবস্তরের জনদুর্ভোগের চিত্র ফেসবুকে তুলে ধরার আহ্বান জানিয়ে নিজ অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে পাওয়া তথ্য অনুযায়ী ইউএনও শ্যামকুড় এলাকার তিন প্রতিবন্ধী ভাই-বোনের জীর্ণ টংঘরে গিয়ে তাদের সহযোগিতা করেন। এছাড়া তিনি ওই ইউনিয়ন পরিষদে আশ্রয় নেওয়া এক দরিদ্র কৃষকের গরু মরার খবর পেয়ে তাকে সহায়তা প্রদান, গাংড়া গ্রামের ১১০ বছর বয়সী এক ভিখারিণীকে সহযোগিতা, রোহিতা প্রাইমারি স্কুলের ঝুঁকিপূর্ণ  ভবনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ, হানুয়ার গ্রামের বাগের রাস্তার ভাঙা ব্রিজ সংস্কারের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, হরিদাসকাঠির বাহাদুরপুর গ্রামের সর্বহারা বয়োবৃদ্ধ প্রতিবন্ধী পাগলির ছবিসমম্বলিত সুবর্ণভূমির প্রতিবেদন দেখে সমাজসেবা অফিসকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জনদুর্ভোগ লাঘবে নানামুখী কার্যকর ভূমিকা পালন করেন। খবর পাওয়ামাত্রই দুর্ভোগে থাকা মানুষের কাছে ছুটে যাওয়ার তার এই মনোভাব ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসন এ সম্মাননা ইউএনও কামরুল হাসানকে প্রদান করলো।
সম্মাননা পাওয়ার পর সুবর্ণভূমির কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কামরুল হাসান বলেন, 'মণিরামপুরবাসীর সার্বিক সহযোগিতার কথা আমি সম্মানের সাথে স্মরণ করছি। তাদের সহযোগিতার ফলেই আজ আমি সম্মানিত হয়েছি। তাই আমার সকল ফেসবুক বন্ধু ও মণিরামপুরবাসীকে অভিনন্দন জানাই।'

Monday, October 3, 2016

মণিরামপুরে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের কারাদণ্ড, পরোয়ানা

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।  


আদালতের আদেশ অমান্য করায় যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার এক আদেশে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী এ সাজা দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বর মাসে মণিরামপুরের হেলাঞ্চী গ্রামের রামপদ দাসের জমির একটি জামগাছ কেটে নেন আব্দুল আজিজ মোল্লা ও তার লোকজন। গাছ কাটতে বাধা দিলে রামপদ দাস ও তার পরিবারের সদস্যদের মারপিট করা হয়।
এ ব্যাপারে রামপদ দাস বাদী হয়ে ১৯ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে তদন্ত করে ২০১৬ সালের ৪ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলার তিনটি ধার্যদিন অতিবাহিত হলে চেয়ারম্যান মুজিবর রহমানকে তদন্ত প্রতিবেদন চেয়ে তাগিদপত্র দেন বিচারক।
'২০ জুন কেন তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হবে না' মর্মে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য নোটিসও জারি করা হয়।
বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সময়ের আবেদন অথবা তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় বিচারক তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে বিচারক তার আদেশে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Thursday, September 29, 2016

যশোরের শেখ আফিল উদ্দিন, স্বপন ভট্টাচার্য্য, ইসমাত আরা সাদেকসহ ৭০এমপির মনোনয়ন ঝুঁকিতে

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।


আগামী একাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের বর্তমান সংসদের প্রায় ৭০ জন সদস্য মনোনয়ন লাভে ব্যর্থ হতে পারেন। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচন সামনে রেখে যে মাঠ জরিপ শুরু করেছেন, সেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে হেভিওয়েট প্রার্থীসহ ৭০ জনের নামে নানা অভিযোগ উঠে আসছে।
এতে বলা হচ্ছে- নানা কারণে এলাকায় আলোচিত-সমালোচিত এইসব মন্ত্রী-এমপিদের মনোনয়ন দেয়া হলে নির্বাচনী বৈতরণী পার হওয়া কষ্টসাধ্য হবে। এই ৭০ জন মন্ত্রী-এমপিকে ঝুঁকিপূর্ণ প্রার্থী হিসেবে চিহ্নিত করে তাদের কারো বিরুদ্ধে এলাকায় জনপ্রিয়তা হ্রাস, জনবিচ্ছন্ন হয়ে পড়া, অনেকের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকব্যবসা, অনৈতিকভাবে বিত্ত-বৈভব গড়ার মতো অভিযোগ আনা হয়েছে। কারো বিরুদ্ধে আনা হয়েছে- সন্ত্রাস ও দলীয় কোন্দল সৃষ্টির অভিযোগ।
রাষ্ট্রীয় অন্যতম একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২, সাবেক শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর নরসিংদী-৫, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুর-২, পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চট্টগ্রাম-১, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাড. সাহারা খাতুনের ঢাকা-১৮, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের সাতক্ষীরা-২ আসনগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে জনপ্রিয়তায় ধ্বস নেমেছে এসব হেভিওয়েট আওয়ামী লীগ প্রার্থীদের।
এছাড়া সাবেক প্রতিমন্ত্রীদের মধ্যে তালিকায় – গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর অবস্থাও নড়বড়ে বলে প্রতিবেদনে ওঠে এসেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ধর্ম মন্ত্রী এবং ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমানের নামে এলাকায় সরকারি জমি দখল করে নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়াসহ নানা অভিযোগ ওঠায় স্থানীয় নেতাকর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েন। এছাড়া নিজের বেপোরোয়া ছেলের কর্মকান্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
টেকনাফ থেকে নির্বাচিত এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ। সরকারি কর্মকর্তাকে মারধর, শিক্ষককে প্রহারসহ বিভিন্ন অভিযোগে তার ইমেজ স্থানীয় জনগণের পাশাপাশি দলের কাছেও ভালো নয়। রিপোর্টেও বদির অবৈধ ব্যবসায়িক তৎপরতার বিষয়ে অভিযোগ এসেছে।
সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে দলের স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন কেন্দ্রে। সেখানে জলমহাল দখলের সঙ্গে তার লোকজনের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখা এবং অহেতুক প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণ, চাঁদাবাজি, জমিদখলের মতো অপকর্মের কারণে কপাল পুড়তে পারে মুন্সিগঞ্জ-১ এমপি সুকুমার রঞ্জন ঘোষের। শুরুর দিকে এলাকায় নিজের অবস্থান ভালো থাকলেও পরবর্তীতে নানা অপকর্মের কারণে তিনি অনেকটাই বেকায়দায় আছেন। এই আসনে দলের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ দলের নেতারাই।
গাইবান্ধা-২ আসনের মাহাবুব আরা গিনি, গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ এবং গাইবান্ধা-৫ আসনের অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার বিপক্ষে অভিযোগের পাহাড়।
এছাড়া চট্টগ্রাম-৩-মাহফুজুর রহমান, চট্টগ্রাম-১১-এর এম আব্দুল লতিফ, ঢাকা-১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা, চুয়াডাঙ্গা-১-এর সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, যশোর-১-এর শেখ আফিল উদ্দিন, বরিশাল-২-এর তালুকদার মো. ইউনুস, নেত্রকোনা-২-এর আরিফ খান জয় (উপমন্ত্রী), মানিকগঞ্জ-৩-এর জাহেদ মালেক স্বপন, নওগাঁ-৬-এর ইসরাফিল আলম, রাজশাহী-১-এর ওমর ফারুক চৌধুরী, মেহেরপুর-১-ফরহাদ হোসেন, যশোর-৫-এর স্বপন ভট্টাচার্য্য, যশোর-৬-এর ইসমাত আরা সাদেক, খুলনা-২-এর মুহাম্মদ মিজানুর রহমান, ঢাকা-১৫-এর কামাল আহমেদ মজুমদারসহ ৭০ জনের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

তথ্য সূত্র: পূর্বপশ্চিম ডটকম.
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মনিরামপুর ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 গণতন্ত্রের মানসকন্যা, বাংলার সফল সরকার প্রধান, বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহ্ফিল ও আনন্দ মিছিল পালন করা হয় ।উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক, ছাএনেতা মোঃ মুরাদুজ্জামান ( মুরাদ) ও সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র, বিশিষ্ট শিক্ষাবিদ জনপ্রিয় জননেতা জনাব আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সফল আহ্বায়ক ও আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান (মিল্টন), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন ,উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম, চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম (মিলন), এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা মোঃ জামাল হোসেন, ছাএনেতা মোঃ মামুন জুয়েল, সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।।

Wednesday, September 28, 2016

যশোর এসপি অফিসে জেলা আওয়ামীলীগের সভাপতি মিলন লাঞ্ছিত

রাজনীতি ডেস্কঃ

যশোরে এসপি অফিস থেকে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এসময় টেন্ডারবাজদের হাতে লাঞ্ছিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে তিনি লাঞ্ছনার শিকার হন। দুর্বৃত্তরা তার পরনের পাঞ্জাবি ছিড়ে ফেলে। পুলিশ সুপারের কার্যালয়ে সন্ত্রাসীদের এমন কাজে বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি এঘটনার জন্যে পুলিশ প্রশাসনকে দায়ী করেন।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রেসক্লাব যশোরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানান, দুটি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের প্রায় ৪৬ কোটি টাকার কাজের টেন্ডার জমা দেয়ার শেষ সময় ছিল বুধবার দুপুর ১টায়। তিনি চারটি যৌথ প্রতিষ্ঠানের হয়ে টেন্ডার জমা দিতে যান। কিন্তু সেখানে গিয়ে টেন্ডার বাক্স দেখতে পাননি। ফলে তিনি টেন্ডার জমা দিতে ব্যর্থ হন।

ওই সময় তিনি টেন্ডার বাক্সের দায়িত্বে থাকা অফিস সহকারীর কক্ষে বসেছিলেন। হঠাৎ এক যুবক এসে তার কাছ থেকে একটি টেন্ডারপত্রের খাম ছিনিয়ে নেয় এবং তার গায়ের পাঞ্জাবিটি ছিড়ে ফেলে। তিনি উল্লিখিত ঠিকাদারি কাজের দরপত্র নতুন করে আহ্বান ও টেন্ডারবাজ-সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন, এসব টেন্ডারবাজের কারণে যশোরের প্রকৃত ঠিকাদাররা কোনো টেন্ডারে অংশ নিতে পারেন না। পুলিশ প্রশাসন এসব বিষয়ে অবগত থাকলেও কোনো ব্যবস্থা নেয় না।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি মেহেদী হাসান মিন্টু, দলীয় নেতা সেলিম আহমেদ, সুখেন মজুমদার, হাফিজুর রহমানসহ বেশ কিছু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসব বিষয়ে জানতে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার সেল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার বলেন, সরকারি কাজে জেলার বাইরে আছি। এসব বিষয় আমার জানা নেই।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি আমি জানি না। কেউ এ বিষয়ে আমাকে কিছুই জানায়নি। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে ঘটনাস্থলে ওসি উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

উলে­খ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি কাজে প্রায় ২৩ কোটি টাকা এবং পিডাব্লিউডির একটি গ্রুপের ২৩ কোটি টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বুধবার।

Monday, September 26, 2016

মণিরামপুরে ৮শত ৭১ ভিক্ষুকের তালিকা তৈরি

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।


মণিরামপুরে ৮৭১ জন ভিক্ষুক ভিক্ষাবৃত্তির মধ্যদিয়ে জীবন যাপন করে।এদের মধ্যে বেশিরভাগই বৃদ্ধ,প্রতিবন্ধী,বিধবা অথবা স্বামী পরিত্যক্তা।সম্প্রতি উপজেলা প্রশাসক কর্তৃক সংগৃহীত তালিকানুসারে এ তথ্য পাওয়া গেছে।তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ৯৭ জন ভিক্ষুক রয়েছে উপজেলার খেদাপাড়া ইউনিয়নে আর সবচেয়ে কম ১০ জন ভিক্ষুক রয়েছে নেহালপুর ইউনিয়নে।এছাড়া পৌর এলাকায় ৩৭ জন ,রোহিতা ইউনিয়নে ৬০ জন,কাশিমনগর ইউনিয়নে ৬৩ জন,ভোজগাতী ইউনিয়নে ২৩ জন,ঢাকুরিয়া ইউনিয়নে ৩৩ জন,হরিদাসকাটি ইউনিয়নে ৪৮ জন,মণিরামপুর সদর ইউনিয়নে ৩১ জন,হরিহরনগর ইউনিয়নে ৯৩ জন,ঝাঁপা ইউনিয়নে ৩২ জন,মশ্মিমনগর ইউনিয়নে ৪৪ জন,চালুয়াহাটি ইউনিয়নে ৭০ জন,শ্যামকুড় ইউনিয়নে ৪৩ জন,খানপুর ইউনিয়নে ৪৫ জন,দুর্বাডাঙ্গা ইউনিয়নে ৭৯ জন,কুলটিয়া ইউনিয়নে ৩০ জন ও মনোহরপুর ইউনিয়নে ৩৩ জন ভিক্ষুক রয়েছে।
সম্প্রতি মন্ত্রনালয়ের চাওয়া অনুযায়ী উপজেলা প্রশাসন ভিক্ষুকের তালিকি তৈরি করেছেন বলে জানা গেছে।দেশে দারিদ্রতার হার কমিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে এসব ভিক্ষুককে পুনর্বাসন করবেন বলে উপজেলা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছেন।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান,সরকারের চাওয়া অনুযায়ী ভিক্ষুকদের এই তালিকা করে পাঠানো হয়েছে।পরবর্তীতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে এদের পুনর্বাসন করা হবে।

Thursday, September 22, 2016

মনিরামপুরে সাপ আতংকে নির্ঘূম রাত কাটাচ্ছে বানভাসীরা

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

যশোরের মণিরামপুরে বন্যা কবলিত এলাকায় সাপ আতংকে নির্ঘূম রাত কাটাচ্ছে বানভাসীরা। সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে মুসলিম সম্প্রদায়ের লোকজন রাত জেগে প্রার্থনা ও হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনা করে চলেছেন। সরেজমিন জানা জায়, উপজেলার বন্যা কবলিত এলাকায় গত এক মাসে চাঁর শতাধিক লোক সাপের আক্রমণের শিকার হয়েছে।

স্থানীয় ওঝা ও সঠিক চিকিৎসার ফলে কেউ মারা না গেলেও মারাত্নক অসুস্থ হয়ে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অনেকে। সাপের উপদ্রব থেকে বাঁচতে উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারীরা মনষাদেবীকে সন্তুষ্ট করতে মুক্তেশ্বরী নদীতে বিশেষ পূজা অর্চনার আয়োজন করে। তাছাড়া, এলাকার সকলে সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় তার সঠিক পথ খুজে চলেছেন। বন্যা কবলিত এলাকার প্রায় সকলেই সারা রাত জেগে সাপ আতংকে নির্ঘূম রাত কাটাচ্ছে।
মণিরামপুরে ভবন ঝুঁকিপূর্ণ, শিশুদের পাঠদান ব্যাহত

মণিরামপুর কন্ঠ ডেক্স।।

 মণিরামপুরের রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ভবনের মধ্যে একটির ছাদ ভেঙে ও পলেস্তরা খসে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনটি শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে কক্ষ সংকটে বিদ্যালয়ে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৬-৯৭ অর্থবছরে রোহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার কক্ষবিশিষ্ট একটি ভবন তৈরি করে দেয় সরকার। ভবনটি তৈরির পর থেকেই বর্ষা মৌসুমে ছাদে পানি জমে তা শ্রেণিকক্ষের ভেতরে চুইয়ে চুইয়ে পড়ে। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অবস্থান ও পাঠদান ব্যাহত হতে থাকে। আস্তে আস্তে ছাদের পলেস্তারা খসে নিচে বাচ্চাদের গায়ে পড়তে থাকে।
বিষয়টি স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরকে জানালেও তা সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারপরও ঝুঁকি নিয়ে ভবনটির শ্রেণিকক্ষগুলোতে পাঠদান অব্যাহত রাখেন স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি দুই দফা ভারি বর্ষণে শ্রেণিকক্ষে পানি জমে যায়। তাছাড়া ভবনের বিভিন্ন স্থানে পলেস্তরা খসে গেছে এবং ছাদের রড বেরিয়ে পড়েছে। আবার কোনো কোনো জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে বড় ধরনের ঝুঁকি এড়াতে স্কুল কর্তৃপক্ষ শ্রেণিকক্ষগুলোতে ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছে।
সম্প্রতি ‘রোহিতা প্রাইমারি স্কুলের ভবন ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা’ ছবি সম্বলিত এরকম একটি স্ট্যাটাস ফেসবুকে আপ করেন স্থানীয় ইউনিয়নের ই-সেবা কেন্দ্রের উদ্যোক্তা আনোয়ার হোসেন; যা নজরে আসে যশোরের জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীরের। তিনি মন্তব্য কলামে ইউএনও মণিরামপুরকে বিষয়টি সরেজমিন খতিয়ে দেখতে বলেন। জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে বুধবার বেলা ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শনে যান মণিরামপুরের ইউএনও কামরুল হাসান। তিনি সবকিছু দেখে আপাতত ওই ভবনে পাঠদান বন্ধ রাখতে শিক্ষকদের নির্দেশ দেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ রানা জানান, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় দুই গ্রুপ করে ক্লাস নেয়া হতো। ভবনটি পরিত্যক্ত হওয়ায় এখন গ্রুপ করে ক্লাস নেয়া সম্ভব না হওয়ায় তৃতীয় শ্রেণির ৯০ জন ও চতুর্থ শ্রেণির ৭০ জনের ক্লাস একসঙ্গে নিতে হচ্ছে। যা খুবই কষ্টকর ও বাচ্চাদের জন্য ক্ষতিকর।
তিনি জানান, অফিস কক্ষটি ওই বিল্ডিংয়ে হওয়ায় সেখানেও ফাটল ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কক্ষ সংকটের কারণে ঝুঁকি নিয়ে সেখানে অফিস করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘ভবনটি অবশ্যই ঝুঁকিপূর্ণ। যেহেতু স্কুলে আরও দুটো বিল্ডিং আছে, তাই সেখানে আপাতত ক্লাস নিতে বলেছি। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

Wednesday, September 21, 2016

মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখেন সব দোকান বন্ধ

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

! মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সটকে পড়লেন ব্যবসায়ীরা। বুধবার দুপুরে উপজেলার রোহিতা ও খেদাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আদালত সুত্র জানায়, দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। রোহিতা বাজারে শাহিনের হোটেলে অভিযান চালিয়ে অপরিছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে তাকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত। এসময় বাজারের অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়েন।
এরপর উপজেলার খেদাপাড়া বাজারে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু আদালত বাজারটিতে পৌঁছে দেখতে পান সব দোকানপাট বন্ধ। খবর পেয়ে আগেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কেটে পড়েছেন দোকানিরা।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

Saturday, September 17, 2016

অবশেষে ছাত্রলীগের আল্টিমেটামে যশোর প্রেসক্লাবে টানানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 অবশেষে যশোর প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এ প্রেসক্লাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানোর আলটিমেটাম দিয়েছিল জেলা ছাত্রলীগ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রেসক্লাবের ভিআইপি ও সভাপতির কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানানো হয়।

প্রায় ৪২ বছর আগে ১৯৭৪ সালে ‌এই প্রেসক্লাবকে ১৮ শতাংশ জমি বরাদ্দ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘর তুলতে দিয়েছিলেন নগদ ১০ হাজার টাকা। পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুদান দিয়েছিলেন পাঁচ লাখ টাকা। সেই টাকায় ঘরও উঠেছে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো চিহ্ন, ম্যুরাল, এমনকি প্রতিকৃতিও রাখেনি প্রেসক্লাব কর্তৃপক্ষ।

এর আগে বিষয়টি নিয়ে কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রেসক্লাবে এসে ক্ষোভ প্রকাশ করে দ্রুত ছবি টানানোর অনুরোধ জানালেও কাজ হয়নি।

চলতি মাসের ৪ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ এর চেক বিতরণ অনুষ্ঠানে যশোর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, প্রেসক্লাবের মতো স্থানে জাতির জনকের ছবি না থাকাটা দুঃখজনক। আমি নিজস্ব ব্যয়ে প্রেসক্লাবে জাতির জনকের প্রতিকৃতি তৈরি করে দিতে চাই।’ এরপর তিনি যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং যশোর প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ছবি না থাকার বিষয়টি তুলে ধরেন। এসময় যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদও ক্ষোভ প্রকাশ করে বলেন যশোর প্রেসক্লাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকাটা সত্যিই আমাদের জন্য লজ্জাজনক বিষয়। প্রশাসনিকভাবে ব্যবস্থা না হলে আমরা যশোরবাসীকে সাথে নিয়েই ছবি টানানোর ব্যবস্থা করবো।

দীর্ঘ এক সপ্তাহ অতিক্রম হওয়ার পরও প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রেসক্লাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানাননি। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদের ঝড় ওঠে। যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ যশোর প্রেসক্লাবে খোঁজ নিয়ে জানতে পারেন এখনও পর্যন্ত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানাননি প্রেসক্লাব কর্তৃপক্ষ। তখন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যেখানে যশোরের গণমানুষের নেতা, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার নিজস্ব ব্যয়ে প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি করে দেওয়ার ঘোষণা দিলেও কর্তৃপক্ষের অবহেলায় সেই ইচ্ছা বাস্তবায়িত হয়নি। সুতরাং এবার যা করার আমরাই করবো। এরই ধারাবাহিকতায় রোববার (১১ সেপ্টেম্বর) যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ যশোর প্রেসক্লাব কর্তৃপক্ষকে ছবি টানানোর জন্য আলটিমেটাম দেন। এমনকি তিনি তার নিজের ফেসবুক আইডিতেও এবিষয়ে লিখেছিলেন।

রিয়াদ বলেন, “বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দানকৃত জমি ও অনুদানের টাকায় গড়ে উঠেছে যশোর প্রেসক্লাব। অথচ সেই প্রেসক্লাবে নেই বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর কোন নিদর্শন বা ছবি। আগামী ২০/০৯/২০১৬ ইং তারিখের মধ্যে যদি যশোর প্রেসক্লাব কর্তৃপক্ষ প্রেসক্লাবে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টানান, তাহলে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে যশোরবাসীকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি যেকোন মূল্যে যশোর প্রেসক্লাবে টানানো হবে।”

তারই ধারাবাহিকতায় আজ (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রেসক্লাবের ভিআইপি ও সভাপতির কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়েছে প্রেসক্লাব কর্তৃপক্ষ। তবে ওই আলটিমেটামের ৩ দিন আগেই বঙ্গবন্ধুর ছবি টানায় প্রেসক্লাব কর্তৃপক্ষ।

Thursday, September 15, 2016

যশোরের মনিরামপুরে ছাত্রলীগের উদ্যোগে ‘শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৬’ অনুষ্ঠিত।

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

বৃহস্পতিবার বিকালে মনিরামপুর উপজেলার ৮ নং হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে খাটুরা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ‘শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০১৬’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ।
এছাড়াও বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, জামাল হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুব মিলন, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন, খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাদিউজ্জামান ফয়সাল, মনিরামপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহবুর রহমান ও হরিহরনগর ছাত্রলীগের আহবায়ক শরীফ আহম্মেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারন সম্পাদক রিপন ধর, আওয়ামীলীগনেতা মনিরুজ্জামান মুকুল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

Friday, September 9, 2016

মণিরামপুর উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতারণ

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাজাদ হোসেন লাভলুর উদ্যোগে ও প্রাথমিক শিক্ষক সমিতির অর্থায়নে উপজেলার বানভাসী ১২’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কাটাখালী, আঠারোপাকিয়া ও হোগলাডাঙ্গা এলাকায় এই ত্রান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট’স এর সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ লিটন, ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে, উপজেলা মহিলালীগের সভানেত্রী রীতা পাঁড়ে, সাবেক উপজেলা আ’লীগ নেতা সমীর কর হাবু, মহিলালীগ নেত্রী সেলিনা খাতুন ডলি, বাঁধাঘাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বানু, শিক্ষক নেতা বিধান চন্দ্র, মুনছুর আলী, মিজানুর রহমান, আব্দুল লতিফ, যুবলীগ নেতা হাদিউজ্জামান রানা প্রমূখ।
এছাড়া লাইড়ী রামনগর কামিল মাদরাসা(এম,এ)-এর শিক্ষক-কর্মচারীদের ১ দিনের বেতনের সমপরিমান অর্থ বানভাসিদের মাঝে বিতরণ করেন অধ্যক্ষ মাওঃ মুফিজুর রহমানসহ মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ। অপরদিকে শক্তি ফাউন্ডেশন মণিরামপুর শাখার উদ্যোগে ১শ’৫৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী ব্যবস্থাপক শরবিন্দু মজুমদার, এরিয়া সুপারভাইজার মতিয়ার রহমান, শাখা ব্যবস্থাপক খালিদ হাসান প্রমূখ।

Sunday, September 4, 2016

মনিরামপুরে পলাশী মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে

মনিরামপুর কণ্ঠ ডেক্স। ।

 মনিরামপুরের পলাশী মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুলের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রায়হান উদ্দীন মাষ্টার, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, কাজী ইনদাদুল হক, সহ-সভাপতি অধির মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোহর আলী, ইউনিয়ন যুবনেতা জামাল উদ্দীন, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন, যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক আকরাম হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।
মণিরামপুর নেহালপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটি গঠন

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

এম এম ফারুক হুসাইনকে আহবায়ক ,আবুল কালাম আজাদ, আনিছুল ইসলাম ও সুভাষ চন্দ্র মন্ডলকে যুগ্ম আহবায়ক করে ৫৫ সদস্য বিশিষ্ঠ মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অত্র ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও সাধারন সম্পাদক কামরুজ্জামানের বিরুদ্ধে বিগত ২২ মার্চ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান করাসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ উঠায় তা কমিটির সংখ্যাগরিষ্ট নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত পূর্বক গঠিত আহবায়ক কমিটি জেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহীন চাকদার বরাবর প্রেরন করা হয়েছে বলে উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান জানিয়েছেন।

Saturday, September 3, 2016

মণিরামপুরে বানভাসি পরিবারের মাঝে উপজেলা ছাত্রলীগের ত্রাণ সামগ্রি বিতরণ

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুরে বানভাসি পরিবারের মাঝে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জামলা, রামনগর, আমিনপুর গ্রামে এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা আইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, জামাল হোসেন, ছাত্রলীগ নেতা মামুন অর রশিদ জুয়েল, আতিকুর রহমান, রায়হান কবির, জনি, জিএম হাসান, কৃষ্ণ, আতিয়ার রহমান, অলিয়ার রহমান, নাজমুল আলম, মাহবুর রহমান, সাঈদ, রিংকু, তুহিন, সুদ্বিপ, বাপ্পি, মির্জা প্রমূখ।

Wednesday, August 31, 2016

স্বাধীনতা পদক চায় বাংলাদেশ ছাত্রলীগ

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক চায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পল্লিকবি জসীমউদ্‌দীন হল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এ দাবি তোলেন।

সাইফুর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতা-কর্মী জীবন দিয়েছেন। যে সংগঠনের হাত ধরে আমাদের স্বাধীন দেশের পতাকা এসেছে। যে সংগঠন বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ছাত্রসংগঠন, সেই সংগঠনকে কেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক দেওয়া হয়নি?’
সাইফুর রহমান বলেন, ‘১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৭০-এর নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ আজ অবধি সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের নেতা-কর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। এসব আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছেন। সবচেয়ে বেশি নেতা-কর্মী জীবন দিয়েছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।’
সাইফুর আরও বলেন, ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার চালু হওয়ার পর এখন পর্যন্ত অনেক ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কারণে স্বাধীনতা পুরস্কার পেলেও ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। আমরা চাই, সংগঠন হিসেবে ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হোক।
জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সহসভাপতি কাজী এনায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
মণিরামপুরে এখনও জমেনি কোরবানি পশুর হাট

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

ঈদুল আযহার আরমাত্র কয়েক দিন বাকি। এবারের ঈদের প্রধান উৎস কোরবানির পশু হলেও কাঙ্খিত ক্রেতার অভাবে মণিরামপুরে জমে উঠেনি কোরবানি পশুর হাট। হাটে পশুর উপস্থিতি চোখে পড়লেও তেমন একটা চোখে পড়েনি ক্রেতার। যা দুই এক জন ক্রেতা আসছেন তারা আবার দাম চড়া বলে পশু না কিনেই বাড়ি ফিরেছেন। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাতের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পূর্বে পৌর শহরের পশুর হাট ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

মণিরামপুরে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এই দুই দিন পশুর হাট বসে। সেপ্টেম্বরের ১২ তারিখ সোমবার ঈদুল আযহা। সেই হিসাব করলে ঈদের আগে আর মাত্র তিনটি হাট পড়বে। তবে হাট কর্তৃপক্ষ ইচ্ছা করলে রোববার অর্থ্যাৎ ঈদের আগের দিন একটা হাট বসাতে পারে। গত বছর  এমন সময়ে কোরবানির পশুর হাট জমজমাট হলেও এবার তা জমেনি মোটেও। এর জন্য অনেকে জলাবদ্ধ অবস্থার কথা তুলে ধরছেন। তারা বলছেন,উপজেলার লাখ লাখ মানুষ দীর্ঘদিন পানিতে আটকা পড়ে আছে। ফলে ঈদের আনন্দ কেমন হবে বুঝতেই পারছেন। তবে জলাবদ্ধতা থাকলেও বাজারে পশুর দামের উপরে তার কোন প্রভাব পড়েনি বলে মনে করছেন ক্রেতারা। আবার বিক্রেতারা বলছেন,গত বছরের তুলনায় এবার পশুর দাম অনেক কম।

বাজারে কোরবানির গরু কিনতে এসেছেন এমন একজন উপজেলার ফতেয়াবাদ গ্রামের মোবাসসের হোসেন। তিনি বলছেন, ৬০ হাজার টাকার গরু কিনতে এসেছি। কিন্তু মাংশের হিসাবে গরুর দাম বেশি। তাই সেই গরুর দাম চাচ্ছে ৭০-৭২ হাজার টাকা। তিনি দাবি করেন, সামনে আরও হাট বাকি আছে বলে এত বেশি দাম চাচ্ছে। একই কথা বললেন ওই গ্রামের ইসমাইল হোসেন। তিনি বলেন,৪৮ হাজার টাকা দামের গরু চাচ্ছে ৬০-৬৫ হাজার টাকা।

যশোরের বকচর হুসতলা থেকে হাটে গরু কিনতে এসেছেন যুবক উৎস। তিনি বলেন,ক্ষমতা আছে ৩২-৩৩ হাজার টাকার গরু কেনার কিন্তু দাম চাচ্ছে ৪৮-৫২ হাজার টাকা। তাই পশু না কিনেই তিনি বাড়ি ফিরছেন। একই অবস্থা ছাগলের বাজারেও। উপজেলার রামনগর থেকে কোরবানির ছাগল কিনতে এসেছেন রুমা নামের এক গৃহবধু। তিনি বলেন,তুলনামূলক দাম বেশি। সাড়ে ৪ হাজার টাকার ছাগল চাচ্ছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা।

তবে ক্রেতাদের এমন দাবি মানতে নারাজ উপজেলার খানপুর গ্রামের গরুর ব্যাপারী আব্দুল কুদ্দুস। তিনি বলেন, তুলনামূলকভাবে গরুর বাজার নি¤œমুখী। গ্রামে গরুর দাম বেশি কিন্তু বাজারে কম। তাই লস হচ্ছে। যে গরু ৩০ হাজার টাকায় কিনে আনতে হচ্ছে,সেই গরু বাজারে দাম উঠছে ২৭ হাজার টাকা। তিনি হাটে আনা ৪ টা গরুর মধ্যে ১ টা বিক্রি করতে পেরেছেন। তবে তাও কেনা দামে। মণিরামপুরের বিভিন্ন এলাকায় পানি উঠে যাওয়ায় গরুর দাম কমেছে কিনা জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, দাম মোটেও কমেনি। যাদের বাড়ি পানি উঠে গেছে তারা আতœীয় স্বজনদের বাড়ি গরু ছাগল পাঠিয়ে দিয়েছে। উপজেলার চাঁদপুর গ্রামের ছাগলের ব্যাপারী হাসান আলী ও আব্দুল কুদ্দুসের সাথে একমত দিয়েছেন।

তবে সাতক্ষীরা থেকে গরু নিয়ে আসা ব্যাপারী মিঠু ও কেশবপুর এলাকার ব্যাপারী আব্দুল বারেক বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য,গরুর বাজার ভাল যাচ্ছে। যে দাবে কিনতেছি তার থেকে লাভে বিক্রি হচ্ছে। তবে মাংশের দাম বাড়ায় গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি বলে তারা মত দিয়েছেন। আব্দুল বারেক বলেন, আজ (মঙ্গলবার) হাটে একটা গরু ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করেছি।

হাটের ইজারাদার বিষ্ণু দাস বলেন, পশুর দাম তুলনামূলকভাবে কম আছে। বাজার এখনও জমেনি। তবে সামনে কয়েকটি হাট বাকি আছে। তাই হাট জমার আশায় আছি আমরা।
মণিরামপুরের ১নং রোহিতা ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন
মণিরামপুর কণ্ঠ ডেক্স। ।

মোঃ সোহাগ হোসেনকে আহবায়ক এবং বিপ্লব কুমার দাস, মোঃ শামিম হোসেন, আবু সাঈদ পলাশ, নাজমুল হাসান নয়ন, আব্দুল্লাহ আল মামুন, খালেদুজ্জামান তপু কে যগ্ম আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট মণিরামপুরের ১নং রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। শনিবার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ এ কমিটি অনুমোদন করেন।

নূরুল হক, মণিরামপুর, যশোর।
তারিখ : ১৩/১০/২০১৫

Monday, August 29, 2016

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পলি অপসারণ শুরু

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।


যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে পলি অপসারণ কাজ শুরু হয়েছে। সোমবার ওই এলাকায় পলি অপসারণ কাজের উদ্বোধন করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।
তবে কেশবপুরে হরিহর, ভদ্র ও শ্রীহরি নদীর পলি অপসারণ কাজ এখনও শুরু হয়নি। মঙ্গলবার নাগাদ ওই এলাকায় পলি অপসারণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এর আগে শুক্রবার রাতে ভবদহ স্লুইচ গেট এলাকায় পলি অপসারণে ৩টি উভচর (এমফিবিয়ান) মেশিন আনা হয়।

দুই দফার ভারি বর্ষণে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার আড়াইশর অধিক গ্রামের তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। খাবার, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, যোগাযোগ, ফসল, মাছের ঘের ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট বেড়েই চলেছে। মানুষের হাহাকার নিবারণের প্রথম পদক্ষেপ হিসেবে জনপদের পানি নিষ্কাশন জরুরি বলে মনে করছেন বানভাসীরা।

দুপুরে ভবদহ এলাকার ২৭ বিলের পানি নিষ্কাশনের জন্য ভবদহ স্লুইস গেটের পলি অপসারণের কাজ শুরু হয়।

এ সময় হাজার হাজার উৎসুক জনতা ভবদহ স্লুইস গেট এলাকায় ভিড় জমান। সেখানে উপস্থিত জলাবদ্ধতার শিকার মণিরামপুরের কাটেঙ্গা গ্রামের হাফিজুর রহমান, নজরুল ইসলামসহ অনেকে বলেন, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ার ভদ্রা নদী সংলগ্ন কেওড়াতলা পর্যন্ত পলি অপসারণ করা হলে তাদের বাড়ি-ঘরে জমে থাকা পানি নেমে যাবে।

দত্তাগাতি গ্রামের নিরঞ্জন হালদার বলেন, ড্রেজিং শুরু হয়েছে। কাজটুকু শতভাগ স্বচ্ছতার মধ্যে হলে দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমবে।

এ প্রসঙ্গে ভবদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার বলেন, ‘এটি সাময়িকভাবে বন্যাকবলিত মানুষের উপকারে আসবে। দীর্ঘমেয়াদি সুফল আনয়নে টাইডাল রিভার ম্যানেজমেন্টের  (টিআরএম)  বিকল্প নেই।’

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পলি অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি স্বল্প মেয়াদি কাজ। এতে বন্যাকবলিত মানুষ উপকৃত হবে। স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন জরুরি। পরবর্তীতে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অপরদিকে, পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মোতালেব জানান, জলাবদ্ধতা নিরসনে পলি অপসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। হরিহর, আপার ভদ্রা, বুড়ি ভৈরব নদের সংযোগস্থল থেকে দক্ষিণে ৮ কিলোমিটার কাশিমপুরে শ্রীনদীর সংযোগস্থল পর্যন্ত ড্রেজিং করে পলি অপসরণ করা হবে। এ জন্য একটি ড্রেজিং মেশিন আনা হয়েছে। সেটি প্রস্তুত করা হচ্ছে। আশা করছি কাল (মঙ্গলবার) থেকে কাজ শুরু হবে।

আইআর/এসএফ/এনডিএস

Wednesday, August 24, 2016

মণিরামপুরকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

 মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য চাঁদ।

এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, দুর্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার বাহাদুর খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ , খেদাপাড়া ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান, কুলটিয়া ইউপির চেয়ারম্যান শেখর চন্দ্র, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজিব কুশারি ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণা করতে হবে না হয় অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

Tuesday, August 23, 2016

মনিরামপুর ছাত্রলীগের প্রশংসনীয় উদ্যোগ : ৩০ আগষ্টের বৃহৎ সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত


রাজনীতি ডেক্স।।
আগামী ৩০ আগষ্ট ছাত্রলীগের উদ্যোগে বৃহৎ সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সেটা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এই স্থগিতের সিদ্ধান্ত যে কারনে নেয়া হয়েছে সেটা প্রশংসনীয়।
মনিরামপুর উপজেলা ছাত্রলীগ ওই বৃহৎ ছাত্র-জনতার সমাবেশের উদ্যোগ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা আলীগ সাধারন সম্পাদক শাহিন চাকলাদারের নাম চুড়ান্ত করা হয়। কিন্তু এই উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়ন বন্যা কবলিত হওয়ায় বানভাসী মানুষের কষ্টের কথা চিন্তা করেই ৩০ তারিখের সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানায়। শুধু স্থগিতই নয়,বরং ওই সমাবেশে যে অর্থ ব্যয় হতো সেই অর্থ দিয়ে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা জামাল হোসেন,ফজলুর রহমান এ বিষয়ে সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে।

Friday, August 19, 2016

মণিরামপুরের খেদাপাড়ায় নসিমনের ধাক্কায় গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুরের পল্লীতে সড়ক দূর্ঘটনায় জাকির হোসেন (৩৫) নামের এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা গাঙ্গুলিয়া আমতলা মোড় নামক স্থানে এঘটনা ঘটে। সে কোদলাপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনার দিন বিকেলে গ্রাম্য চিকিৎসক জাকির হোসেন বাইসাইকেলযোগে বাড়ি থেকে আমতলা মোড়ে আসার সময় ঘটনাস্থলে পৌছিলে পুলেরহাটগামী একটি নছিমন তাকে ধাক্কা দিলে সে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার পর ফরিদপুর এলাকায় পৌছিলে তার মৃত্যু হয়।

Saturday, August 13, 2016

মনিরামপুরে পলাশী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুরের পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যার আমজাদ হোসেন লাভলু উক্ত ল্যাবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রায়হান উদ্দীন মাষ্টার, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, কাজী ইনদাদুল হক, সহ-সভাপতি অধির মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোহর আলী, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন, যুগ্ম-আহবায়ক বিপ্লব কুমার দাস, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা শামীম হাসান, মেহেদী হাসান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহকারি শিক্ষক আকরাম হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

Tuesday, August 9, 2016

১৫ আগস্টের পোস্টারে নিজেদের ছবি ছাপানো যাবে না

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 আগস্ট বাঙালির জন্য এক শোকাবহ মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যেন স্বাধীনতার বিরোধীরা পুরো বাংলাদেশকেই ডুবিয়ে দিয়েছিলো এক গভীর অন্ধকারে।
এই দিনেই পুরো পরিবারসহ হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এই শোকাবহ মাসটিকে সামনে রেখে অনেক রাজনীতিবিদের শোকের ব্যানারে ছেয়ে যায় পুরো দেশ।
কিন্তু সেসব ব্যানারে দেখা যায় শোকের আবহের চেয়ে বরং যেসব রাজনীতিবিদরা ব্যানার বা পোষ্টার বানাচ্ছেন তাদের ছবিই ছেয়ে থাকে পুরোটা জুড়ে।
একই অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুক পোস্টেও। সেখানেও অনেক আওয়ামী নেতারা শোক প্রকাশ করতে গিয়ে নিজের ছবি দিয়েই ভরে ফেলছেন ফেসবুক ওয়াল। এবার এই বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সচেতন মহল।
সচেতন মহলের বিভিন্ন সিনিয়র নেতা কর্মীরা বলেন, যদি এমন হতো-পনেরোই আগস্টের ব্যানার পোস্টারে আজ থেকে নিজের ছবি ছাপবো না বা আর ছাপাবে না, তাহলেই অনেক সুন্দর লাগত।
মনিরামপুরে ১০ নং মশ্চিমনগর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দ্বায়িত্বভার গ্রহণ

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 মনিরামপুরে ১নং মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত নবনির্বাচিত  ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের দ্বায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৯ যশোর-০৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্হিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, নব নির্বাচিত  ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন। এছাড়াও উপস্হিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা শামসুল হুদা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাঃ সম্পাদক স,ম আলাউদ্দিন,সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহব্বায়ক প্রভাষক ফিরোজ আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃ বাশার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি.এম ফারুকী।

Saturday, August 6, 2016

বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে যশোরে যারা

মণিরামপুর কণ্ঠ ।।

 নবঘোষিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে যশোরের আট নেতাকে সদস্য করা হয়েছে। এছাড়া একজনকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। এর আগে জাতীয় স্থায়ী কমিটিতে একজন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে একজন নিযুক্ত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কমিটি ঘোষণা করেন, তাতে যশোর জেলার ১১ জনের নাম রয়েছে।
নয়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যশোর জেলার আট নেতা। এরা হলেন, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, প্রকৌশলী টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, ফারাজী মতিয়ার রহমান, চমন আরা বেগম, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবিরা ইসলাম মুন্নি এবং ফিরোজা বুলবুল কলি।
এদের মধ্যে শেষ তিনজন এবারই প্রথম নির্বাহী কমিটিতে স্থান পেলেন। অ্যাডভোকেট সাবু যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ফিরোজা বুলবুল কলি জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি। সাবিরা ইসলাম মুন্নি ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
এর আগে বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তার ছেলে ও জেলা বিএনপির সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) করা হয়।
গতকাল শনিবার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যশোরের আরেকজন রয়েছেন। তিনি হলেন কেশবপুরের অমলেন্দু দাস অপু। তাকে সহ-ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। এই পদে তিনি বিদায়ী কমিটিতেও ছিলেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্রগুলো।
কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে কাজী মুনিরুল হুদা, টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ এবং অমলেন্দু দাস অপু স্থায়ীভাবে রাজধানীতে বসবাস করেন। তবে মুনিরুল হুদা বাদে অন্যরা নিয়মিত এলাকায় যাতায়াত করেন। টিএস আইয়ুব বাঘারপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক। আবুল হোসেন আজাদ কেশবপুর উপজেলা কমিটির সভাপতি।
নতুন নির্বাহী কমিটিতে যে আটজনের নাম এসেছে তাদের অনেকের ব্যাপারে প্রশ্ন তুলছেন জেলা পর্যায়ের নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, কাজী মুনিরুল হুদা কার্যত রাজনীতি থেকে নির্বাসিত। এলাকার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। চমন আরা বেগম শারীরিকভাবে আনফিট। আবুল হোসেন আজাদ আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেন না। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ডাদেশের প্রতিবাদে সারাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ হলেও আবুল হোসেন আজাদ সপরিবারে আমেরিকা সফর নিয়ে ব্যস্ত ছিলেন। সাবিরা ইসলাম মুন্নির দলের প্রতি কমিটমেন্ট নিয়ে প্রশ্ন আছে।
স্থানীয় নেতারা বলছেন, নিষিক্রীয়, সুবিধাবাদী, আনফিটদেরও কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে, দলটির নীতিনির্ধারকরা তৃণমূলের খোঁজ-খবর রাখেন না। যারা হামলা-মামলা, জেল-জুলুম মোকাবেলা করে আন্দোলন-সংগ্রামের মাঠে রয়েছেন, তারা স্পষ্টতই বঞ্চিত বলে মনে করছেন।
মন্তব্য জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘আমি এখনো পূর্ণাঙ্গ কমিটি দেখিনি। তাই মন্তব্য করা সমীচীন হবে না।’
আরেক নেতা টিএস আইয়ুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নীতিনির্ধারকরা যা করেছেন, তা মেনে নিতে হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলছেন, দীর্ঘ সময় নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করায় জেলা পর্যায়ের নেতারা ‘ভালো কিছু’ হবে বলে আশা করেছিলেন। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি।
কেউ কেউ মন্তব্য করেন, ‘এটি আসলে রাজনৈতিক দলের কমিটি হয়নি; সমিতি গঠন করা হয়েছে। কমিটির নামে অশ্বডিম্ব উপহার দেওয়া হয়েছে।’

Friday, August 5, 2016

হজ্জে গেলেন ছাত্রলীগ  নেতা এম এম রবিউল ইসলামের মা-বাবা
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
' যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম শুক্রবার ভোরে হজ্জ্ব করতে সৌদি গেছেন। তারা ভোরে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
স্বল্প সময়ে আকরাম হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের সাথে দেখা করতে পারেননি। এজন্য তারা দু:খ প্রকাশ করেছেন। একই সাথে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।
আকরাম হোসেনের ছেলে যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম এম রবিউল ইসলাম।
এদিকে ছাত্র নেতা এম এম রবিউল ইসলাম পবিত্র হজ্জ্ব পালন করতে যাওয়া তার মা-বাবা সুস্থ্য ভাবে হজ্জ্ব পালন করে দেশে ফিরে আসতে পারেন সে জন্য যশোরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আমারদেশ অনলাইন সহ ৩৫টি নিউজ পোর্টাল ও ওয়েবসাইট বন্ধ ঘোষনা

ম‌নিরামপুর কণ্ঠ ডেক্স  ।।
মুদ্রিত  সংবাদপত্রের পর এবার আমার দেশ অনলাইন বন্ধ করে দিলো সরকার। একই সঙ্গে বন্ধ করা হয়েছে শীর্ষ নিউজসহ ৩৫টি নিউজপোর্টাল ও ওয়েবসাইট। কী কারণে এগুলো বন্ধ করা হয়েছে, তা অবশ্য জানায়নি সরকারি সংশ্লিষ্ট সংস্থা বিটিআরসি।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, বিটিআরসি ৩০টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, ওয়েবসাইটের মধ্যে ‘শীর্ষ নিউজ বিডি ডটকম’ এবং ‘আমার দেশ অনলাইন ডটকম’ বন্ধ করা হয়েছে।
বিডিনিউজের খবরে বলা হয়, একটি আইআইজি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, বিটিআরসির ‘নির্দেশনা পেয়ে’ তারা ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “সরকারের নির্দেশে শীর্ষনিউজ বিডি ডটকম বন্ধ করা হয়েছে।”

তবে কী কারণে এই ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
শীর্ষনিউজের সম্পাদক একরামুল হক বলেন, “আমাদের সাইট দেখা যাচ্ছে না। শুনতে পেয়েছি, বিটিআরসি আমাদের সাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন বন্ধ করা হয়েছে, তা আমাদের জানানো হয়নি।”
ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো আমার দেশ বন্ধের কথা জানালেও বিটিআরসি চেয়ারম্যান এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

তবে শীর্ষনিউজের পাশাপাশি আমার দেশের ওয়েবসাইটও বৃহস্পতিবার রাতে খুলছিল না।
এনটিভি জানায়, শীর্ষ নিউজ ডটকমের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফের শীর্ষ নিউজ ডটকম এর ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। যদিও শীর্ষ নিউজকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি, শীর্ষ নিউজ কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন, সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে, এই সাইটটি বন্ধ করে দেয়ার জন্য। সেই অনুযায়ী বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) ইন্টারনেট গেটওয়ে কোম্পানিগুলোকে বলেছে, সাইটটি ব্লক করে দেয়ার জন্য। যে কারণে বাংলাদেশে ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর থেকে শীর্ষ নিউজ ডটকমের পেইজ দেখা যাচ্ছে না।'

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে বন্ধ করে দেওয়া হয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তখন থেকে কারাগারে রয়েছেন। মুদ্রিত পত্রিকা বন্ধের পর আমার দেশ অনলাইন চলছিল।

অন্যদিকে, শীর্ষ নিউজ ডটকম তার পথচলা শুরু করে ২০০৯ সালের ১৭ আগস্ট। ২০১১ সালের ২২ আগস্ট প্রথমবারের মতো শীর্ষ নিউজ ডটকম বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ব্লক করা হলো এই অনলাইন নিউজ পোর্টালটি।

বিডিনিউজ জানায়, বন্ধ করে দেওয়া অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।

Friday, July 29, 2016

Wednesday, July 27, 2016

মণিরামপুর উপজেলা আ’লীগের নেতা-কর্মীদের সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান - মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুর উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর সভার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। তরুন আ’লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা আ’লীগের সদস্য তরুন আ’লীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিবহন শ্রমিকলীগের সহসভাপতি বাবুল করিম বাবুল, পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্যানেল মেয়র-১ কামরুজ্জামান, এড. বশির আহম্মেদ খান, গাজী মোহাম্মদ, গাজী মোহম্মদ, উপজেলা মহিলালীগের সভানেত্রী রীতা পাঁড়ে, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। এসময় গত ২২মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।

Tuesday, July 26, 2016

 বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের  ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনটি আজ ২২ বছরে পদার্পণ করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্য রয়েছে আজ সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। এ ছাড়াও সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিখোঁজ জঙ্গিদের ছবি প্রকাশ, নাম পরিচয় জানানোর আহবান

মনিরামপুর কণ্ঠ।।
রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর হামলায় নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়।

ডিএমপির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’

পুলিশ জানায়, আজ ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে।

আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।

Monday, July 25, 2016

যশোরে পুলিশের জঙ্গি তালিকা :স্বেচ্ছায় থানায় গিয়ে মুন্না এখন পুলিশ হেফাজতে
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

 যশোরের কামরুজ্জামান তুহিন ওরফে মুন্নাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জঙ্গি তালিকায় নাম থাকায় সোমবার দুপুরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মুন্না কোতোয়ালী থানায় হাজির হন। পরে সেখানে পুলিশ সুপার আসেন।

পুলিশ সুপার জানান, মুন্নার অজ্ঞাতবাস সম্বন্ধে খোঁজ-খবর নেওয়া হবে। তারপর আইনগত ব্যবস্থা নাকি পরিবারের হাতে ফেরত দেওয়া হবে তা নির্ধারণ করা হবে।

এর আগে ভোরে ঢাকা থেকে সস্ত্রীক যশোর শহরের শংকরপুর এলাকার বাসায় ফেরেন কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না। তিন বছর ধরে নিখোঁজ থাকা পুলিশ যশোরের যে পাঁচজনকে জঙ্গি তৎপরতায় যুক্ত বলে সাব্যস্ত করে পোস্টার করেছে, মুন্না সেই তালিকায় শীর্ষে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে মুন্না কোতোয়ালী থানায় আসেন। তার সঙ্গে মা-ভাই, মামা ছাড়াও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছিলেন।

দুপুর ১টার দিকে পুলিশ সুপার আনিসুর রহমান থানায় আসেন। এসময় তিনি থানার অফিসার, মুন্না ও তার স্বজনদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশের তালিকাভুক্ত যে ৫ জনের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রকাশ করা হয়, তাদের মধ্যে মুন্নার নামও রয়েছে। সেই সময় দুই জনের পরিবারের পক্ষ থেকে পুলিশের সহায়তা কামনাকারীদের একজন মুন্নার বাবা।

তিনি বলেন, গত দুই বছর মুন্না যে সব জায়গায় ছিল তা তদন্ত করে দেখা হবে। পুলিশের পাশাপাশি সরকারের অন্য সংস্থাগুলোও তা খতিয়ে দেখবে। যদি সে নির্দোষ হয় তবে, পুলিশ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেবে। আর যদি তার জঙ্গি সম্পৃক্ততা থাকে তবে সরকারের ঘোষণা অনুযায়ী তাকে আইনগত সহায়তা এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে। যেহেতু সে নিজেই ফিরে এসেছে বিষয়টি গুরুত্ব দিয়েই ভাবা হবে। পরবর্তী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মুন্না পুলিশি হেফাজতে থাকবে বলে তিনি জানান।


কোতোয়ালি থানায় মুন্নার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পুলিশ সুপার আনিসুর রহমান
মুন্নার বাবা আবদুস সোবহান বলেন, ‘সারাদেশে জঙ্গি তৎপরতা শুরুর পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা তাকে ছেলে নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি করতে থানায় নিয়ে আসেন। সে অনুযায়ী থানায় জিডি করা হয়।’

মুন্নার ছোটভাই যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র আবদুল আহাদ জানান, জিডিতে তারা যা লিখতে চেয়েছিলেন, পুলিশ তা গ্রহণ করেনি। পুলিশ ইচ্ছা মতো জিডি লিখেছে, যেখানে হয়তো তার ভাইকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে।

থানায় অবস্থানকালে মুন্না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘মা আমার মুখ দেখতে না চাওয়ায় ক্ষোভে-অভিমানে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যাই। সেখানে কাজ-কর্ম করে জীবন চালাচ্ছিলাম। এরমধ্যে ইয়াসমিন আক্তার নামে একটি মেয়ের সঙ্গে পরিচয় ও প্রেম। পরে তাকে বিয়ে করি।’

সম্প্রতি স্ত্রীকে বাড়িতে আনার জন্য তিনি মায়ের কাছে ফোন করেন। মা তার কণ্ঠ শুনে কান্নাকাটি করেন। পরে ছোটভাই আহাদকে বিয়ের কথা বলেন। তখন সে ঠিকানা জানতে চায়। ঠিকানা বলার পর তার বাবা ঢাকায় ছুটে আসেন এবং মুন্নাকে সস্ত্রীক যশোরে নিয়ে আসেন।

আহাদ বলেন, ‘ভাই ফিরে আসায় আমরা পরিবারের পক্ষ থেকে আরেকটি জিডি করতে চাই। জিডি লিখেও এনেছি। কিন্তু ডিউটি অফিসার জিডি নিচ্ছেন না। ওসি সাহেব থানায় না থাকায় ডিউটি অফিসার এখন জিডি নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।’

প্রসঙ্গত, গত ২১ জুলাই যশোর পুলিশ জানিয়েছিল যশোরে ১১৪ জন নিখোঁজ। যাদের প্রায় সবারই বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডিই করা রয়েছে। এদের মধ্যে ৫ জন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। মুন্না তাদেরই একজন।

জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত যে পাঁচজনের তালিকা পুলিশের কাছে রয়েছে তারা হলেন- যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আব্দুস সোবহানের ছেলে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪), যশোর সদরের কিসমত নওয়াপাড়া এলাকার কাজী হাবিবুল্লাহর ছেলে ফজলে রাব্বী (২১), শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকার আওরঙ্গজেবের ছেলে মেহেদি হাসান জিম (১৯), মণিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকার হাসান আলী গাজীর ছেলে জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিম (৪২) এবং যশোর শহরের ধর্মতলা এলাকার আব্দুস সালামের ছেলে রায়হান (২১)।
মণিরামপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানি সহায়তা পেলেন
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
 আগুনে পুড়ে যাওয়া ১২ দোকানের মালিকরা সরকারি আর্থিক সহযোগিতা পেলেন। 

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সম্ভব হলে পরে তাদের টিন দেওয়া হবে।’
চলতি মাসের ১৬ তারিখ বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট আগুনে উপজেলার পাড়দিয়া বাজারে ১২টি দোকান ভস্মিভূত হয়।