জঙ্গিবাদ নির্মূলে মনিরামপুরে আলোচনা সভা
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মণিরামপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর কলেজের আয়োজনে সোমবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় বলা হয়, গ্রামে বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিচিত কেউ সন্দেহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে দ্রুত পুলিশ প্রশাসনকে তা জানাতে হবে। মেস মালিকরা কাদের কাছে মেস ভাড়া দিচ্ছেন তাদের নাম তালিকা থানায় জানাতে হবে। না হলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে মালিকদের ছাড় দেওয়া হবে না।
এছাড়া সন্তানরা কার সঙ্গে মেশে, কার সঙ্গে চলাফেরা করে সেই ব্যাপারে অভিভাবকদের খোঁজ-খবর রাখার আহ্বান জানান বক্তারা।
অধ্যাপক আব্দুল আলীম ও ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জিএম মজিদ, তুলশী বসু, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দীন, অরুণ নন্দন, পবন বিশ্বাস তপন, উত্তমকুমার চন্দ্র প্রমুখ।
0 comments: