মনিরামপুর উপজেলা ছাত্রলীগের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুরে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার উদ্যোগে ঢাকার গুলশান এলাকার হলি আর্টিসান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গী হামলাসহ সারাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌরসভা ময়দানে ছাত্রলীগ আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা আ’লীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য প্রভাষক ফারুক হোসেন, পৌর আ’লীগের সভাপতি আমজেদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি তরুণ আ’লীগ নেতা এ্যাড: বশির আহম্মেদ খান, তরুণ আ’লীগ নেতা সন্দীপ ঘোষ, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু তালহা তালেব, পৌর ছাত্রলীগ সভাপতি মোল্যা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জি,এম অনিক ফয়সাল, সহ-সভাপতি আতিক রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান জয়, কাজী কিয়ানী মাহমুদ স্পীভ প্রমূখ। আলোচনা শেষে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে ছাত্রলীগের নেতা কর্মীরা মণিরামপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে। এছাড়া জঙ্গীবাদ বিরোধী এ সমাবেশে একত্মা ঘোষনা করে জঙ্গী নির্মূলে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষনা দেন মণিরামপুর থানার অফিসার-ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ।
0 comments: