Monday, July 25, 2016

মণিরামপুরে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকানি সহায়তা পেলেন

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
 আগুনে পুড়ে যাওয়া ১২ দোকানের মালিকরা সরকারি আর্থিক সহযোগিতা পেলেন। 

সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সম্ভব হলে পরে তাদের টিন দেওয়া হবে।’
চলতি মাসের ১৬ তারিখ বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট আগুনে উপজেলার পাড়দিয়া বাজারে ১২টি দোকান ভস্মিভূত হয়।

0 comments: