Saturday, October 29, 2016

মণিরামপুরে লুৎফর রহমান কলা ভবনের উদ্বোধন করলেন এমপি স্বপন

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।


মণিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমানের ২৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে রাজগঞ্জ ডিগ্রি কলেজ শোক সভার আয়োজন করে। কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রহমতুল্যাহ,মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,মুক্তিযুদ্ধা মোশারফ হোসেন,উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক হাফিজুর রহমান দুলু। কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় অভিভাবক সদস্য,শিক্ষার্থীসহ এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য কলেজের নব নির্মিত তিন তলা বিশিষ্ট লুৎফর রহমান কলা ভবনের ফলক উন্মোচন করেন। এদিকে শনিবার সকালে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার খোরশেদ আলমের বড় ভাই আরশাদ আলীর মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করতে মরহুমের নিজ বাড়িতে ছুটে যান।

Friday, October 28, 2016

মনিরামপুরে ১নং রোহিতা ইউনিয়নে ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু


ম‌ণিরামপুর কণ্ঠ ডেক্স।।


মনিরামপুরে ১নং রোহিতা ইউনিয়নের রোহিতা বাজারে ডিলার মফিজ উদ্দীন এর দোকানে জননেত্রী শেখ হাসিনা সরকার কতৃক ১০ টাকায় চাউল এর শুভ উদ্ভোদন করেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি ও মনিরামপুর পৌর মেয়র বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন, সাধারন সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, কাজী ইনদাদুল হক, সহ-সভাপতি অধীর মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক আলাউদ্দীন মোড়ল, যুবনেতা মোহর আলী, ইউপি সদস্য মনিরুল ইসলাম মনি, মহিতুল ইসলাম, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন, যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান নয়ন, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা মেহেদী হাসান, ইস্রাফিল হোসেন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।'

Wednesday, October 26, 2016

মণিরামপুরে খেদাপাড়ায় ইয়াবাসহ দম্পতি আটক

মণিরামপুরে কণ্ঠ ডেক্স।।
   

 মণিরামপুরে ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার খেদাপাড়া এলাকার নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন, ওই এলাকার আমজাদ হোসেন সরদারের ছেলে আরশাদ আলী (৫০) ও তার স্ত্রী আরজিনা বেগম (৪০)। এসময় ৩৩০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।
মণিরামপুর থানার ওসি বিপ্লবকুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জহির রায়হান, এএসআই মোশারফ হোসেন ও এএসআই মনিরুল ওই এলাকায় অভিযান চালিয়ে খেদাপাড়া এলাকার ইয়াবা ব্যবসায়ী আরশাদ আলী ও তার স্ত্রীকে আটক করেছেন।
এঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

Friday, October 21, 2016

জাতীয় কাউন্সিলে কাউন্সিলর তালিকায় নাম নেই মনিরামপুরের সাবেক ও বর্তমান দুই এমপির

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।


আজ থেকে শুরু হওয়‌া দুইদিন ব্যাপী বাংলা‌দেশ আওয়ামীলী‌গের কে‌ন্দ্রিয় কাউ‌ন্সি‌লের কাউ‌ন্সিলর হি‌সে‌বে তা‌লিকায় স্থান পায়‌নি য‌শো‌রের ম‌ণিরামপু‌রের সা‌বেক ও বর্তমান এম‌পিদ্ব‌য়। ১৯ অ‌ক্টোবর ‌কে‌ন্দ্রিয় আওয়ামীলী‌গের সভা‌নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা স্বাক্ষ‌রিত কাউ‌ন্সিলরে‌দের তা‌লিকায় য‌শোর জেলার ১২১ জন স্থান পে‌লেও নাম নেই ম‌নিরামপু‌রের আওয়ামীল‌ীগ দ‌লীয় সা‌বেক এম‌পি এড. খান টিপু সুলতানের। ম‌নিরামপুর আসন থে‌কে ব‌ারবার নির্বা‌চিত ব‌র্ষিয়ান এই নেতা জেলা আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তিসহ ছাত্র জীবন থে‌কেই দ‌লের গূরুত্বপূর্ণ দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। এক সম‌য়ে য‌শো‌রের তু‌খোড় এই ছাত্র‌নেতা সম্প্র‌তি নবগ‌ঠিত জেলা ক‌মি‌টি হ‌তেও বাদ প‌ড়ে‌ছেন। এমন‌কি সদস্য হি‌সে‌বে দেখা যায়‌নি বঙ্গবন্ধুর আস্থাভাজন এই নেতার নাম। আওয়ামীলী‌গের স্থানীয় দলীয় এক‌টি সূত্র জানায়, ওয়ান ই‌লি‌ভে‌নের সম‌য়ে সংস্কার পন্থী নেতা‌দের আস্থা ভাজন হি‌সে‌বে চি‌হ্নিত হওয়া এবং বিগত সংসদ নির্বাচ‌ন পরবর্তী সম‌য়ে তার পা‌রিবারিক এক‌টি হত্যাকা‌ন্ডের ঘটনায় চরম ই‌মেজ সংক‌টে প‌ড়েন খান টিপু সুলতান। এঘটনায় বিচা‌রের দা‌বি‌তে সারাদে‌শে আ‌ন্দোলন শুরু হ‌লে একপ্রকার আওয়ামীলীগ‌কেই তার জবাব‌দি‌হিতা কর‌তে হয়। এ‌তে ‌কে‌ন্দ্রিয় আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ খোদ আওয়ামীলীগ সভানেত্রী নি‌জেই বেশ চ‌টে যান তার উপর। এরই খেসারত গুন‌তে হ‌চ্ছে ব‌লেও কাউ‌ন্সিলর থে‌কে নাম বাদ পড়ার পর থে‌কে এলাকায় বেশ জো‌রে সো‌রে প্রচার পা‌চ্ছে।
অপর‌দি‌কে ম‌ণিরামপু‌রের বর্তমান এম‌পি স্বপন ভট্টাচার্য্য বিগত নির্বাচ‌নে দলীয় ম‌নোনয়ন পে‌তে ব্যর্থ হ‌য়ে নেত্রীর সিদ্ধান্ত অবমাননা ক‌রে খান টিপু সুলতা‌নের বিপ‌ক্ষে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে প্রতিদ্ব‌ন্দ্বিতা ক‌রেন। ওই নির্বাচ‌নে বিএন‌পি-জামায়াত ভোট বর্জন করায় নৌকার বিপ‌ক্ষে ভোটযু‌দ্ধে নে‌মেও সু‌বিধাজনক অবস্থান পে‌য়ে যান তি‌নি। যার ফলশ্রু‌তি‌তে সারা‌দে‌শে নৌকার জয়জয়কার থাক‌লেও আওয়ামী‌লীগের ‌ভোট ব্যাংকখ্যাত ম‌নিরামপুর আসন থে‌কে এম‌পি নির্বা‌চিত হন তৎকা‌লিন জেলা আওয়ামীলী‌গের কোষাধ্যক্ষ স্বপন ভট্টাচার্য্য। দলীয় সিদ্ধান্তের প্র‌তি বৃদ্ধাঙ্গুল দে‌খি‌য়ে এম‌পি হ‌লেও তা‌কে ব‌হিষ্কার করা হয় দল থে‌কে। আজও বহিষ্কারা‌দেশ ফি‌রি‌য়ে নেওয়া হয়‌নি ব‌লে দলীয় সূত্র‌টি জানায়। আর এ ব‌হিষ্কা‌রের সা‌থে‌ সাথে স্থানীয় আওয়ামী রাজনী‌তি‌তে কোনঠাসা হ‌য়ে প‌ড়েন‌‌ তি‌নি। সা‌বেক এম‌পি খান টিপু সুলতা‌নের ম‌তো বাদ প‌ড়েন জেলা ক‌মি‌টি থে‌কেও। আওয়ামীলীগ য‌শোর জেলা সূত্র জানায়, ব‌হিষ্কৃত তাই ক‌মি‌টি‌র সদস্য প‌দেও স্থান পায়‌নি। যে কার‌নেই ২০ তম জাতীয় কাউ‌ন্সি‌লেও কাউ‌ন্সিলর হি‌সে‌বে নাম নেই স্বতন্ত্র এই এমপির। এ‌দি‌কে ম‌নিরামপুরের উপ‌জেলা চেয়ারম্যান, মেয়র, একজন ইউ‌পি চেয়ারম্যানসহ কাউ‌ন্সিলর হি‌সে‌বে অ‌ন্যান্য‌দের নাম থাক‌লেও সা‌বেক ও বর্তমান দুই এম‌পির নাম না থাকায় অ‌নেকটা হতাশাগ্রস্থ হ‌য়ে‌ছেন তা‌দের সমর্থকরা।

Sunday, October 16, 2016

সম্মাননা পেলেন মণিরামপুরের ইউএনও কামরুল হাসান

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনদুর্ভোগ লাঘবে অনবদ্য অবদান রাখায় সেপ্টেম্বর ২০১৬ মাসের সম্মাননা ও সনদ পেয়েছেন মণিরামপুরের ইউএনও কামরুল হাসান। সনদ ও সম্মাননা স্মারক রোববার অক্টোবর মাসের উন্নয়ন সমন্বয় সভা শেষে আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন যশোর জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর।
বিবেচ্য মাসে ফেসবুকের মাধ্যমে ছয়টি নাগরিক আবেদন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করায় তিনি এই সম্মাননা পেলেন বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান উপজেলার সবস্তরের জনদুর্ভোগের চিত্র ফেসবুকে তুলে ধরার আহ্বান জানিয়ে নিজ অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে পাওয়া তথ্য অনুযায়ী ইউএনও শ্যামকুড় এলাকার তিন প্রতিবন্ধী ভাই-বোনের জীর্ণ টংঘরে গিয়ে তাদের সহযোগিতা করেন। এছাড়া তিনি ওই ইউনিয়ন পরিষদে আশ্রয় নেওয়া এক দরিদ্র কৃষকের গরু মরার খবর পেয়ে তাকে সহায়তা প্রদান, গাংড়া গ্রামের ১১০ বছর বয়সী এক ভিখারিণীকে সহযোগিতা, রোহিতা প্রাইমারি স্কুলের ঝুঁকিপূর্ণ  ভবনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ, হানুয়ার গ্রামের বাগের রাস্তার ভাঙা ব্রিজ সংস্কারের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, হরিদাসকাঠির বাহাদুরপুর গ্রামের সর্বহারা বয়োবৃদ্ধ প্রতিবন্ধী পাগলির ছবিসমম্বলিত সুবর্ণভূমির প্রতিবেদন দেখে সমাজসেবা অফিসকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জনদুর্ভোগ লাঘবে নানামুখী কার্যকর ভূমিকা পালন করেন। খবর পাওয়ামাত্রই দুর্ভোগে থাকা মানুষের কাছে ছুটে যাওয়ার তার এই মনোভাব ও দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসন এ সম্মাননা ইউএনও কামরুল হাসানকে প্রদান করলো।
সম্মাননা পাওয়ার পর সুবর্ণভূমির কাছে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কামরুল হাসান বলেন, 'মণিরামপুরবাসীর সার্বিক সহযোগিতার কথা আমি সম্মানের সাথে স্মরণ করছি। তাদের সহযোগিতার ফলেই আজ আমি সম্মানিত হয়েছি। তাই আমার সকল ফেসবুক বন্ধু ও মণিরামপুরবাসীকে অভিনন্দন জানাই।'

Monday, October 3, 2016

মণিরামপুরে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের কারাদণ্ড, পরোয়ানা

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।  


আদালতের আদেশ অমান্য করায় যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার এক আদেশে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী এ সাজা দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বর মাসে মণিরামপুরের হেলাঞ্চী গ্রামের রামপদ দাসের জমির একটি জামগাছ কেটে নেন আব্দুল আজিজ মোল্লা ও তার লোকজন। গাছ কাটতে বাধা দিলে রামপদ দাস ও তার পরিবারের সদস্যদের মারপিট করা হয়।
এ ব্যাপারে রামপদ দাস বাদী হয়ে ১৯ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে তদন্ত করে ২০১৬ সালের ৪ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলার তিনটি ধার্যদিন অতিবাহিত হলে চেয়ারম্যান মুজিবর রহমানকে তদন্ত প্রতিবেদন চেয়ে তাগিদপত্র দেন বিচারক।
'২০ জুন কেন তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হবে না' মর্মে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য নোটিসও জারি করা হয়।
বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সময়ের আবেদন অথবা তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় বিচারক তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে বিচারক তার আদেশে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।