Wednesday, October 26, 2016

মণিরামপুরে খেদাপাড়ায় ইয়াবাসহ দম্পতি আটক


মণিরামপুরে কণ্ঠ ডেক্স।।
   

 মণিরামপুরে ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার খেদাপাড়া এলাকার নিজবাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন, ওই এলাকার আমজাদ হোসেন সরদারের ছেলে আরশাদ আলী (৫০) ও তার স্ত্রী আরজিনা বেগম (৪০)। এসময় ৩৩০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।
মণিরামপুর থানার ওসি বিপ্লবকুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জহির রায়হান, এএসআই মোশারফ হোসেন ও এএসআই মনিরুল ওই এলাকায় অভিযান চালিয়ে খেদাপাড়া এলাকার ইয়াবা ব্যবসায়ী আরশাদ আলী ও তার স্ত্রীকে আটক করেছেন।
এঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

0 comments: