Tuesday, July 26, 2016

বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ


মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনটি আজ ২২ বছরে পদার্পণ করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্য রয়েছে আজ সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। এ ছাড়াও সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

0 comments: