মণিরামপুরে ভাড়াটিয়ার তথ্য দেওয়ার শেষ তারিখ ২৫ জুলাই
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
দেশের অন্যান্য স্থানের মতো মণিরামপুরেও চলছে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ। আগামী ২৫ জুলাই এর মধ্যে উপজেলার সব বাড়ির ভাড়াটিয়ার নাম, পরিচয়, বয়স, জাতীয় পরিচয়পত্রসহ ছবিসম্বলিত ফরম পূরণ করে থানায় জমা দিতে বলা হয়েছে বাড়ির মালিকদের।
রোববার সন্ধ্যার আগে শহরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তথ্য প্রদানের এই আহ্বান জানানো হয়। বলা হয়, যদি কোনো মালিক এই তথ্য প্রদানে ব্যর্থ হন তাহলে পরে কখনো ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার ওই মালিককে নিতে হবে।
এই প্রসঙ্গে মণিরামপুর থানার ওসি বিপ্লবকুমার নাথ বলেন, ‘ভাড়াটিয়া তথ্য সম্পর্কিত ফরম তৈরি করে শহরের সব ফটোকপির দোকানে দেওয়া হয়েছে। ফরম জমা দেওয়ার শেষ সময় ২৫ জুলাই।’
যদি কোনো বাড়িমালিক তথ্য না দেন এবং পরে ওই এলাকায় কোনো অঘটন ঘটে তাহলে ওই মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
0 comments: