Wednesday, July 20, 2016

মণিরামপুরের শ্যামকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড আজগার আলী শেখ আর নেই



মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

 মণিরামপুরের সাবেক চেয়ারম্যান আজগার শেখ আর নেই। বুধবার বেলা সাড়ে ১১ টায় শ্যামকুড় ইউনিয়নের মুজগুন্নী গ্রামের নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
আজগার শেখ গত ৩ মাস ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি মুজগুন্নী গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজগার শেখ ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত হয়ে (১৯৯২-১৯৯৭) সাল পর্যন্ত ৫ বছর শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি সমাধান নামে একটি এনজিওর প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
মরহুমের জানাযার নামাজে অংশ গ্রহন এবং তার মৃত্যুতে গভীর শোক ও শোকসংতপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীগ সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান,  শ্যামকুড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কমরেড আব্দুল হামিদ, সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম, সম্বনয়কারী মুনছুর আলী প্রমূখ।

0 comments: