মনিরামপুর ও শার্শা উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
প্রেস বিজ্ঞপ্তি : মনিরামপুর ও শার্শা উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক জহিরুল চাকলাদার রেন্টু সাক্ষরিত বিবৃতিতে জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগের অনুমতি সাপেক্ষে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা এ দুই উপজেলার নেতৃবৃন্দ দীর্ঘ দিন ধরে দলীয় কর্মকান্ডে নিষ্কৃয় রয়েছেন। সাংগঠনিক কার্যক্রম সহ কেন্দ্রীয় ঘোষিত কোন কর্মসূচী বাস্তবায়নে তারা কাজ করছেনা। সর্বশেষ মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোর আয়োজিত জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে দুই উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়নি। এমনকি কোন প্রতিনিধিও প্রেরণ করা হয়নি। এ কারন বিবেচনা করে মনিরামপুর ও শার্শা উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হলো। দ্রুতই আহবায়ক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
0 comments: