Saturday, July 16, 2016

মনিরামপুরে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
 মণিরামপুরের পল্লীতে আগুন লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাঁড়দিয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, আবু সাইদ, সোহরাব আলী, জুলফিকার আলী, আব্দুল মালেক খাঁ, আকরাম হোসেন, আশরাফ আলী, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল মালেক, আতাউর রহমান, হাবিবুর রহমান এবং আইয়ুুব আলী। এরা মুদিখানা, চা, পান-বিড়ির দোকানি।
স্থানীয়দের চেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানগুলো ভস্মিভূত হয়েছে।
খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনাস্থলে যান। এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে তালিকা করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হচ্ছে।

0 comments: