মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
নাশকতার অভিযোগে মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন জামায়াতের মহিলা রোকন শাহানুর বেগম (৪২) কে আটক করেছে থানা পুলিশ। শণিবার ভোর রাতে নেহালপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শাহানুর ওই গ্রামের মুনসুর আলী খানের স্ত্রী। মুনসুর স্থানীয় আইয়ুব আনসারী মাদ্রাসার সহকারী শিক্ষক।
মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদে জানতে পারি শাহানুর তার বাড়িতে রাতে জামায়াতের মহিলা কর্মীদের তালিম দিবে। ভোরে নামাজ পড়ে কর্মীরা চলে যাবে। এমন সংবাদের ভিত্তিতে শণিবার রাত ৩ টার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি পূর্ব থেকে টের পেয়ে আগন্তকরা পালিয়ে যায়। ওই সময় পুলিশ শাহানুরকে আটক করে। তিনি জানান,শাহানুর ও তার স্বামী মুনসুর নাশকতার মামলার আসামী। তারা দু’জনে বহুদিন ধরে পলাতক রয়েছে। রোববার দুপুরে শাহানুরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
0 comments: