Tuesday, July 19, 2016

মনিরামপুরে জঙ্গী দমনে ইমামদের সাথে মতবিনিময়


মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

বেসরকারি সংস্থা প্লান বাংলাদেশের আয়োজনে মণিরামপুরে মসজিদের ইমামদের নিয়ে জঙ্গী দমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নিপোর্টের মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সম্প্রতিক সময়ে কিছু যুবক বিপদগামী হয়ে দেশে জঙ্গীবাদি তৎপরতা চালাচ্ছে। যে কোন ভাবে তাদের এই তৎপরতা নৎসাত করতে হবে। তাই এই ক্ষেত্রে ইমামদের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।’ তাছাড়া ইমামদের কোন বক্তব্য যেন উগ্রোপন্থী না হয় এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক জারিকৃত খুদবা যেন মসজিদে পাঠ করা হয় সেই ব্যাপারেও ইমামদেরকে আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামগন ও প্লান বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

0 comments: