Wednesday, August 31, 2016

স্বাধীনতা পদক চায় বাংলাদেশ ছাত্রলীগ

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক চায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পল্লিকবি জসীমউদ্‌দীন হল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এ দাবি তোলেন।

সাইফুর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছাত্রলীগের প্রায় ১৭ হাজার নেতা-কর্মী জীবন দিয়েছেন। যে সংগঠনের হাত ধরে আমাদের স্বাধীন দেশের পতাকা এসেছে। যে সংগঠন বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ছাত্রসংগঠন, সেই সংগঠনকে কেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক দেওয়া হয়নি?’
সাইফুর রহমান বলেন, ‘১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর ৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৭০-এর নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধসহ আজ অবধি সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের নেতা-কর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। এসব আন্দোলন করতে গিয়ে ছাত্রলীগের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছেন। সবচেয়ে বেশি নেতা-কর্মী জীবন দিয়েছেন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে।’
সাইফুর আরও বলেন, ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার চালু হওয়ার পর এখন পর্যন্ত অনেক ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন কারণে স্বাধীনতা পুরস্কার পেলেও ইতিহাস ও ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। আমরা চাই, সংগঠন হিসেবে ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হোক।
জসীমউদ্‌দীন হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন, ছাত্রলীগের সহসভাপতি কাজী এনায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।
মণিরামপুরে এখনও জমেনি কোরবানি পশুর হাট

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

ঈদুল আযহার আরমাত্র কয়েক দিন বাকি। এবারের ঈদের প্রধান উৎস কোরবানির পশু হলেও কাঙ্খিত ক্রেতার অভাবে মণিরামপুরে জমে উঠেনি কোরবানি পশুর হাট। হাটে পশুর উপস্থিতি চোখে পড়লেও তেমন একটা চোখে পড়েনি ক্রেতার। যা দুই এক জন ক্রেতা আসছেন তারা আবার দাম চড়া বলে পশু না কিনেই বাড়ি ফিরেছেন। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাতের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পূর্বে পৌর শহরের পশুর হাট ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

মণিরামপুরে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার এই দুই দিন পশুর হাট বসে। সেপ্টেম্বরের ১২ তারিখ সোমবার ঈদুল আযহা। সেই হিসাব করলে ঈদের আগে আর মাত্র তিনটি হাট পড়বে। তবে হাট কর্তৃপক্ষ ইচ্ছা করলে রোববার অর্থ্যাৎ ঈদের আগের দিন একটা হাট বসাতে পারে। গত বছর  এমন সময়ে কোরবানির পশুর হাট জমজমাট হলেও এবার তা জমেনি মোটেও। এর জন্য অনেকে জলাবদ্ধ অবস্থার কথা তুলে ধরছেন। তারা বলছেন,উপজেলার লাখ লাখ মানুষ দীর্ঘদিন পানিতে আটকা পড়ে আছে। ফলে ঈদের আনন্দ কেমন হবে বুঝতেই পারছেন। তবে জলাবদ্ধতা থাকলেও বাজারে পশুর দামের উপরে তার কোন প্রভাব পড়েনি বলে মনে করছেন ক্রেতারা। আবার বিক্রেতারা বলছেন,গত বছরের তুলনায় এবার পশুর দাম অনেক কম।

বাজারে কোরবানির গরু কিনতে এসেছেন এমন একজন উপজেলার ফতেয়াবাদ গ্রামের মোবাসসের হোসেন। তিনি বলছেন, ৬০ হাজার টাকার গরু কিনতে এসেছি। কিন্তু মাংশের হিসাবে গরুর দাম বেশি। তাই সেই গরুর দাম চাচ্ছে ৭০-৭২ হাজার টাকা। তিনি দাবি করেন, সামনে আরও হাট বাকি আছে বলে এত বেশি দাম চাচ্ছে। একই কথা বললেন ওই গ্রামের ইসমাইল হোসেন। তিনি বলেন,৪৮ হাজার টাকা দামের গরু চাচ্ছে ৬০-৬৫ হাজার টাকা।

যশোরের বকচর হুসতলা থেকে হাটে গরু কিনতে এসেছেন যুবক উৎস। তিনি বলেন,ক্ষমতা আছে ৩২-৩৩ হাজার টাকার গরু কেনার কিন্তু দাম চাচ্ছে ৪৮-৫২ হাজার টাকা। তাই পশু না কিনেই তিনি বাড়ি ফিরছেন। একই অবস্থা ছাগলের বাজারেও। উপজেলার রামনগর থেকে কোরবানির ছাগল কিনতে এসেছেন রুমা নামের এক গৃহবধু। তিনি বলেন,তুলনামূলক দাম বেশি। সাড়ে ৪ হাজার টাকার ছাগল চাচ্ছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা।

তবে ক্রেতাদের এমন দাবি মানতে নারাজ উপজেলার খানপুর গ্রামের গরুর ব্যাপারী আব্দুল কুদ্দুস। তিনি বলেন, তুলনামূলকভাবে গরুর বাজার নি¤œমুখী। গ্রামে গরুর দাম বেশি কিন্তু বাজারে কম। তাই লস হচ্ছে। যে গরু ৩০ হাজার টাকায় কিনে আনতে হচ্ছে,সেই গরু বাজারে দাম উঠছে ২৭ হাজার টাকা। তিনি হাটে আনা ৪ টা গরুর মধ্যে ১ টা বিক্রি করতে পেরেছেন। তবে তাও কেনা দামে। মণিরামপুরের বিভিন্ন এলাকায় পানি উঠে যাওয়ায় গরুর দাম কমেছে কিনা জানতে চাইলে আব্দুল কুদ্দুস বলেন, দাম মোটেও কমেনি। যাদের বাড়ি পানি উঠে গেছে তারা আতœীয় স্বজনদের বাড়ি গরু ছাগল পাঠিয়ে দিয়েছে। উপজেলার চাঁদপুর গ্রামের ছাগলের ব্যাপারী হাসান আলী ও আব্দুল কুদ্দুসের সাথে একমত দিয়েছেন।

তবে সাতক্ষীরা থেকে গরু নিয়ে আসা ব্যাপারী মিঠু ও কেশবপুর এলাকার ব্যাপারী আব্দুল বারেক বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য,গরুর বাজার ভাল যাচ্ছে। যে দাবে কিনতেছি তার থেকে লাভে বিক্রি হচ্ছে। তবে মাংশের দাম বাড়ায় গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশি বলে তারা মত দিয়েছেন। আব্দুল বারেক বলেন, আজ (মঙ্গলবার) হাটে একটা গরু ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করেছি।

হাটের ইজারাদার বিষ্ণু দাস বলেন, পশুর দাম তুলনামূলকভাবে কম আছে। বাজার এখনও জমেনি। তবে সামনে কয়েকটি হাট বাকি আছে। তাই হাট জমার আশায় আছি আমরা।
মণিরামপুরের ১নং রোহিতা ইউনিয়নের ছাত্রলীগের কমিটি গঠন
মণিরামপুর কণ্ঠ ডেক্স। ।

মোঃ সোহাগ হোসেনকে আহবায়ক এবং বিপ্লব কুমার দাস, মোঃ শামিম হোসেন, আবু সাঈদ পলাশ, নাজমুল হাসান নয়ন, আব্দুল্লাহ আল মামুন, খালেদুজ্জামান তপু কে যগ্ম আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট মণিরামপুরের ১নং রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। শনিবার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ এ কমিটি অনুমোদন করেন।

নূরুল হক, মণিরামপুর, যশোর।
তারিখ : ১৩/১০/২০১৫

Monday, August 29, 2016

ভবদহের জলাবদ্ধতা নিরসনে পলি অপসারণ শুরু

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।


যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে পলি অপসারণ কাজ শুরু হয়েছে। সোমবার ওই এলাকায় পলি অপসারণ কাজের উদ্বোধন করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।
তবে কেশবপুরে হরিহর, ভদ্র ও শ্রীহরি নদীর পলি অপসারণ কাজ এখনও শুরু হয়নি। মঙ্গলবার নাগাদ ওই এলাকায় পলি অপসারণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এর আগে শুক্রবার রাতে ভবদহ স্লুইচ গেট এলাকায় পলি অপসারণে ৩টি উভচর (এমফিবিয়ান) মেশিন আনা হয়।

দুই দফার ভারি বর্ষণে যশোরের মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার আড়াইশর অধিক গ্রামের তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। খাবার, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন, যোগাযোগ, ফসল, মাছের ঘের ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট বেড়েই চলেছে। মানুষের হাহাকার নিবারণের প্রথম পদক্ষেপ হিসেবে জনপদের পানি নিষ্কাশন জরুরি বলে মনে করছেন বানভাসীরা।

দুপুরে ভবদহ এলাকার ২৭ বিলের পানি নিষ্কাশনের জন্য ভবদহ স্লুইস গেটের পলি অপসারণের কাজ শুরু হয়।

এ সময় হাজার হাজার উৎসুক জনতা ভবদহ স্লুইস গেট এলাকায় ভিড় জমান। সেখানে উপস্থিত জলাবদ্ধতার শিকার মণিরামপুরের কাটেঙ্গা গ্রামের হাফিজুর রহমান, নজরুল ইসলামসহ অনেকে বলেন, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ার ভদ্রা নদী সংলগ্ন কেওড়াতলা পর্যন্ত পলি অপসারণ করা হলে তাদের বাড়ি-ঘরে জমে থাকা পানি নেমে যাবে।

দত্তাগাতি গ্রামের নিরঞ্জন হালদার বলেন, ড্রেজিং শুরু হয়েছে। কাজটুকু শতভাগ স্বচ্ছতার মধ্যে হলে দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমবে।

এ প্রসঙ্গে ভবদহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার বলেন, ‘এটি সাময়িকভাবে বন্যাকবলিত মানুষের উপকারে আসবে। দীর্ঘমেয়াদি সুফল আনয়নে টাইডাল রিভার ম্যানেজমেন্টের  (টিআরএম)  বিকল্প নেই।’

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যশোরের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বলেন, ‘পলি অপসারণের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এটি স্বল্প মেয়াদি কাজ। এতে বন্যাকবলিত মানুষ উপকৃত হবে। স্থায়ী জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন জরুরি। পরবর্তীতে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে।’

অপরদিকে, পানি উন্নয়ন বোর্ড কেশবপুরের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মোতালেব জানান, জলাবদ্ধতা নিরসনে পলি অপসরণের উদ্যোগ নেওয়া হয়েছে। হরিহর, আপার ভদ্রা, বুড়ি ভৈরব নদের সংযোগস্থল থেকে দক্ষিণে ৮ কিলোমিটার কাশিমপুরে শ্রীনদীর সংযোগস্থল পর্যন্ত ড্রেজিং করে পলি অপসরণ করা হবে। এ জন্য একটি ড্রেজিং মেশিন আনা হয়েছে। সেটি প্রস্তুত করা হচ্ছে। আশা করছি কাল (মঙ্গলবার) থেকে কাজ শুরু হবে।

আইআর/এসএফ/এনডিএস

Wednesday, August 24, 2016

মণিরামপুরকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

 মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য চাঁদ।

এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, দুর্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার বাহাদুর খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ , খেদাপাড়া ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান, কুলটিয়া ইউপির চেয়ারম্যান শেখর চন্দ্র, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজিব কুশারি ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণা করতে হবে না হয় অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

Tuesday, August 23, 2016

মনিরামপুর ছাত্রলীগের প্রশংসনীয় উদ্যোগ : ৩০ আগষ্টের বৃহৎ সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত


রাজনীতি ডেক্স।।
আগামী ৩০ আগষ্ট ছাত্রলীগের উদ্যোগে বৃহৎ সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সেটা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এই স্থগিতের সিদ্ধান্ত যে কারনে নেয়া হয়েছে সেটা প্রশংসনীয়।
মনিরামপুর উপজেলা ছাত্রলীগ ওই বৃহৎ ছাত্র-জনতার সমাবেশের উদ্যোগ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা আলীগ সাধারন সম্পাদক শাহিন চাকলাদারের নাম চুড়ান্ত করা হয়। কিন্তু এই উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়ন বন্যা কবলিত হওয়ায় বানভাসী মানুষের কষ্টের কথা চিন্তা করেই ৩০ তারিখের সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানায়। শুধু স্থগিতই নয়,বরং ওই সমাবেশে যে অর্থ ব্যয় হতো সেই অর্থ দিয়ে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা জামাল হোসেন,ফজলুর রহমান এ বিষয়ে সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে।

Friday, August 19, 2016

মণিরামপুরের খেদাপাড়ায় নসিমনের ধাক্কায় গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুরের পল্লীতে সড়ক দূর্ঘটনায় জাকির হোসেন (৩৫) নামের এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলা গাঙ্গুলিয়া আমতলা মোড় নামক স্থানে এঘটনা ঘটে। সে কোদলাপাড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনার দিন বিকেলে গ্রাম্য চিকিৎসক জাকির হোসেন বাইসাইকেলযোগে বাড়ি থেকে আমতলা মোড়ে আসার সময় ঘটনাস্থলে পৌছিলে পুলেরহাটগামী একটি নছিমন তাকে ধাক্কা দিলে সে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যার পর ফরিদপুর এলাকায় পৌছিলে তার মৃত্যু হয়।

Saturday, August 13, 2016

মনিরামপুরে পলাশী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুরের পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যার আমজাদ হোসেন লাভলু উক্ত ল্যাবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রায়হান উদ্দীন মাষ্টার, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, কাজী ইনদাদুল হক, সহ-সভাপতি অধির মন্ডল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোহর আলী, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন, যুগ্ম-আহবায়ক বিপ্লব কুমার দাস, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রনেতা শামীম হাসান, মেহেদী হাসান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সহকারি শিক্ষক আকরাম হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

Tuesday, August 9, 2016

১৫ আগস্টের পোস্টারে নিজেদের ছবি ছাপানো যাবে না

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 আগস্ট বাঙালির জন্য এক শোকাবহ মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যেন স্বাধীনতার বিরোধীরা পুরো বাংলাদেশকেই ডুবিয়ে দিয়েছিলো এক গভীর অন্ধকারে।
এই দিনেই পুরো পরিবারসহ হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এই শোকাবহ মাসটিকে সামনে রেখে অনেক রাজনীতিবিদের শোকের ব্যানারে ছেয়ে যায় পুরো দেশ।
কিন্তু সেসব ব্যানারে দেখা যায় শোকের আবহের চেয়ে বরং যেসব রাজনীতিবিদরা ব্যানার বা পোষ্টার বানাচ্ছেন তাদের ছবিই ছেয়ে থাকে পুরোটা জুড়ে।
একই অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুক পোস্টেও। সেখানেও অনেক আওয়ামী নেতারা শোক প্রকাশ করতে গিয়ে নিজের ছবি দিয়েই ভরে ফেলছেন ফেসবুক ওয়াল। এবার এই বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সচেতন মহল।
সচেতন মহলের বিভিন্ন সিনিয়র নেতা কর্মীরা বলেন, যদি এমন হতো-পনেরোই আগস্টের ব্যানার পোস্টারে আজ থেকে নিজের ছবি ছাপবো না বা আর ছাপাবে না, তাহলেই অনেক সুন্দর লাগত।
মনিরামপুরে ১০ নং মশ্চিমনগর ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান-মেম্বারদের দ্বায়িত্বভার গ্রহণ

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

 মনিরামপুরে ১নং মশ্বিমনগর ইউনিয়ন পরিষদ কতৃক আয়োজিত নবনির্বাচিত  ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের দ্বায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮৯ যশোর-০৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্হিত ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, নব নির্বাচিত  ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন। এছাড়াও উপস্হিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা শামসুল হুদা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রভাষক ইউসুফ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাঃ সম্পাদক স,ম আলাউদ্দিন,সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহব্বায়ক প্রভাষক ফিরোজ আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আঃ বাশার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জি.এম ফারুকী।

Saturday, August 6, 2016

বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে যশোরে যারা

মণিরামপুর কণ্ঠ ।।

 নবঘোষিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে যশোরের আট নেতাকে সদস্য করা হয়েছে। এছাড়া একজনকে সম্পাদকীয় পদ দেওয়া হয়েছে। এর আগে জাতীয় স্থায়ী কমিটিতে একজন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে একজন নিযুক্ত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কমিটি ঘোষণা করেন, তাতে যশোর জেলার ১১ জনের নাম রয়েছে।
নয়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যশোর জেলার আট নেতা। এরা হলেন, অ্যাডভোকেট কাজী মুনিরুল হুদা, প্রকৌশলী টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ, ফারাজী মতিয়ার রহমান, চমন আরা বেগম, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবিরা ইসলাম মুন্নি এবং ফিরোজা বুলবুল কলি।
এদের মধ্যে শেষ তিনজন এবারই প্রথম নির্বাহী কমিটিতে স্থান পেলেন। অ্যাডভোকেট সাবু যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর ফিরোজা বুলবুল কলি জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি। সাবিরা ইসলাম মুন্নি ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।
এর আগে বর্ষীয়ান নেতা তরিকুল ইসলামকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তার ছেলে ও জেলা বিএনপির সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) করা হয়।
গতকাল শনিবার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে যশোরের আরেকজন রয়েছেন। তিনি হলেন কেশবপুরের অমলেন্দু দাস অপু। তাকে সহ-ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। এই পদে তিনি বিদায়ী কমিটিতেও ছিলেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্রগুলো।
কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়াদের মধ্যে কাজী মুনিরুল হুদা, টিএস আইয়ুব, আবুল হোসেন আজাদ এবং অমলেন্দু দাস অপু স্থায়ীভাবে রাজধানীতে বসবাস করেন। তবে মুনিরুল হুদা বাদে অন্যরা নিয়মিত এলাকায় যাতায়াত করেন। টিএস আইয়ুব বাঘারপাড়া উপজেলা কমিটির আহ্বায়ক। আবুল হোসেন আজাদ কেশবপুর উপজেলা কমিটির সভাপতি।
নতুন নির্বাহী কমিটিতে যে আটজনের নাম এসেছে তাদের অনেকের ব্যাপারে প্রশ্ন তুলছেন জেলা পর্যায়ের নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, কাজী মুনিরুল হুদা কার্যত রাজনীতি থেকে নির্বাসিত। এলাকার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। চমন আরা বেগম শারীরিকভাবে আনফিট। আবুল হোসেন আজাদ আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেন না। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দণ্ডাদেশের প্রতিবাদে সারাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ হলেও আবুল হোসেন আজাদ সপরিবারে আমেরিকা সফর নিয়ে ব্যস্ত ছিলেন। সাবিরা ইসলাম মুন্নির দলের প্রতি কমিটমেন্ট নিয়ে প্রশ্ন আছে।
স্থানীয় নেতারা বলছেন, নিষিক্রীয়, সুবিধাবাদী, আনফিটদেরও কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে, দলটির নীতিনির্ধারকরা তৃণমূলের খোঁজ-খবর রাখেন না। যারা হামলা-মামলা, জেল-জুলুম মোকাবেলা করে আন্দোলন-সংগ্রামের মাঠে রয়েছেন, তারা স্পষ্টতই বঞ্চিত বলে মনে করছেন।
মন্তব্য জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘আমি এখনো পূর্ণাঙ্গ কমিটি দেখিনি। তাই মন্তব্য করা সমীচীন হবে না।’
আরেক নেতা টিএস আইয়ুবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নীতিনির্ধারকরা যা করেছেন, তা মেনে নিতে হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলছেন, দীর্ঘ সময় নিয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করায় জেলা পর্যায়ের নেতারা ‘ভালো কিছু’ হবে বলে আশা করেছিলেন। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি।
কেউ কেউ মন্তব্য করেন, ‘এটি আসলে রাজনৈতিক দলের কমিটি হয়নি; সমিতি গঠন করা হয়েছে। কমিটির নামে অশ্বডিম্ব উপহার দেওয়া হয়েছে।’

Friday, August 5, 2016

হজ্জে গেলেন ছাত্রলীগ  নেতা এম এম রবিউল ইসলামের মা-বাবা
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
' যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম শুক্রবার ভোরে হজ্জ্ব করতে সৌদি গেছেন। তারা ভোরে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন।
স্বল্প সময়ে আকরাম হোসেন ও তার স্ত্রী রাশিদা বেগম আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খিদের সাথে দেখা করতে পারেননি। এজন্য তারা দু:খ প্রকাশ করেছেন। একই সাথে তারা সকলের কাছে দোয়া চেয়েছেন।
আকরাম হোসেনের ছেলে যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক এম এম রবিউল ইসলাম।
এদিকে ছাত্র নেতা এম এম রবিউল ইসলাম পবিত্র হজ্জ্ব পালন করতে যাওয়া তার মা-বাবা সুস্থ্য ভাবে হজ্জ্ব পালন করে দেশে ফিরে আসতে পারেন সে জন্য যশোরবাসীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আমারদেশ অনলাইন সহ ৩৫টি নিউজ পোর্টাল ও ওয়েবসাইট বন্ধ ঘোষনা

ম‌নিরামপুর কণ্ঠ ডেক্স  ।।
মুদ্রিত  সংবাদপত্রের পর এবার আমার দেশ অনলাইন বন্ধ করে দিলো সরকার। একই সঙ্গে বন্ধ করা হয়েছে শীর্ষ নিউজসহ ৩৫টি নিউজপোর্টাল ও ওয়েবসাইট। কী কারণে এগুলো বন্ধ করা হয়েছে, তা অবশ্য জানায়নি সরকারি সংশ্লিষ্ট সংস্থা বিটিআরসি।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, বিটিআরসি ৩০টি ওয়েব পোর্টাল বন্ধ করে দিয়েছে। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, ওয়েবসাইটের মধ্যে ‘শীর্ষ নিউজ বিডি ডটকম’ এবং ‘আমার দেশ অনলাইন ডটকম’ বন্ধ করা হয়েছে।
বিডিনিউজের খবরে বলা হয়, একটি আইআইজি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, বিটিআরসির ‘নির্দেশনা পেয়ে’ তারা ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “সরকারের নির্দেশে শীর্ষনিউজ বিডি ডটকম বন্ধ করা হয়েছে।”

তবে কী কারণে এই ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
শীর্ষনিউজের সম্পাদক একরামুল হক বলেন, “আমাদের সাইট দেখা যাচ্ছে না। শুনতে পেয়েছি, বিটিআরসি আমাদের সাইট বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন বন্ধ করা হয়েছে, তা আমাদের জানানো হয়নি।”
ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো আমার দেশ বন্ধের কথা জানালেও বিটিআরসি চেয়ারম্যান এ বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

তবে শীর্ষনিউজের পাশাপাশি আমার দেশের ওয়েবসাইটও বৃহস্পতিবার রাতে খুলছিল না।
এনটিভি জানায়, শীর্ষ নিউজ ডটকমের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফের শীর্ষ নিউজ ডটকম এর ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে। যদিও শীর্ষ নিউজকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি, শীর্ষ নিউজ কর্তৃপক্ষ বিভিন্ন মাধ্যম থেকে জেনেছেন, সরকার বিটিআরসিকে নির্দেশ দিয়েছে, এই সাইটটি বন্ধ করে দেয়ার জন্য। সেই অনুযায়ী বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন) ইন্টারনেট গেটওয়ে কোম্পানিগুলোকে বলেছে, সাইটটি ব্লক করে দেয়ার জন্য। যে কারণে বাংলাদেশে ৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর থেকে শীর্ষ নিউজ ডটকমের পেইজ দেখা যাচ্ছে না।'

উল্লেখ্য, প্রায় সাড়ে তিন বছর আগে বন্ধ করে দেওয়া হয় দেশের অন্যতম শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তখন থেকে কারাগারে রয়েছেন। মুদ্রিত পত্রিকা বন্ধের পর আমার দেশ অনলাইন চলছিল।

অন্যদিকে, শীর্ষ নিউজ ডটকম তার পথচলা শুরু করে ২০০৯ সালের ১৭ আগস্ট। ২০১১ সালের ২২ আগস্ট প্রথমবারের মতো শীর্ষ নিউজ ডটকম বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ব্লক করা হলো এই অনলাইন নিউজ পোর্টালটি।

বিডিনিউজ জানায়, বন্ধ করে দেওয়া অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।