রাজনীতি ডেক্স।।
আগামী ৩০ আগষ্ট ছাত্রলীগের উদ্যোগে বৃহৎ সমাবেশ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু সেটা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এই স্থগিতের সিদ্ধান্ত যে কারনে নেয়া হয়েছে সেটা প্রশংসনীয়।
মনিরামপুর উপজেলা ছাত্রলীগ ওই বৃহৎ ছাত্র-জনতার সমাবেশের উদ্যোগ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা আলীগ সাধারন সম্পাদক শাহিন চাকলাদারের নাম চুড়ান্ত করা হয়। কিন্তু এই উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৩ টি ইউনিয়ন বন্যা কবলিত হওয়ায় বানভাসী মানুষের কষ্টের কথা চিন্তা করেই ৩০ তারিখের সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানায়। শুধু স্থগিতই নয়,বরং ওই সমাবেশে যে অর্থ ব্যয় হতো সেই অর্থ দিয়ে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রলীগ নেতা জামাল হোসেন,ফজলুর রহমান এ বিষয়ে সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাগেছে।
0 comments: