১৫ আগস্টের পোস্টারে নিজেদের ছবি ছাপানো যাবে না
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
আগস্ট বাঙালির জন্য এক শোকাবহ মাস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যেন স্বাধীনতার বিরোধীরা পুরো বাংলাদেশকেই ডুবিয়ে দিয়েছিলো এক গভীর অন্ধকারে।
এই দিনেই পুরো পরিবারসহ হত্যা করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এই শোকাবহ মাসটিকে সামনে রেখে অনেক রাজনীতিবিদের শোকের ব্যানারে ছেয়ে যায় পুরো দেশ।
কিন্তু সেসব ব্যানারে দেখা যায় শোকের আবহের চেয়ে বরং যেসব রাজনীতিবিদরা ব্যানার বা পোষ্টার বানাচ্ছেন তাদের ছবিই ছেয়ে থাকে পুরোটা জুড়ে।
একই অবস্থা বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুক পোস্টেও। সেখানেও অনেক আওয়ামী নেতারা শোক প্রকাশ করতে গিয়ে নিজের ছবি দিয়েই ভরে ফেলছেন ফেসবুক ওয়াল। এবার এই বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সচেতন মহল।
সচেতন মহলের বিভিন্ন সিনিয়র নেতা কর্মীরা বলেন, যদি এমন হতো-পনেরোই আগস্টের ব্যানার পোস্টারে আজ থেকে নিজের ছবি ছাপবো না বা আর ছাপাবে না, তাহলেই অনেক সুন্দর লাগত।
0 comments: