মণিরামপুরকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য চাঁদ।
এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, দুর্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার বাহাদুর খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ , খেদাপাড়া ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান, কুলটিয়া ইউপির চেয়ারম্যান শেখর চন্দ্র, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজিব কুশারি ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন- মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণা করতে হবে না হয় অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।
0 comments: