Wednesday, August 24, 2016

মণিরামপুরকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন


মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

 মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য চাঁদ।

এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, দুর্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার বাহাদুর খানপুর ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ , খেদাপাড়া ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান, কুলটিয়া ইউপির চেয়ারম্যান শেখর চন্দ্র, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সজিব কুশারি ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- মণিরামপুর উপজেলাকে বন্যাকবলিত এলাকা ঘোষণা করতে হবে না হয় অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

0 comments: