Saturday, October 21, 2017

যশোরে পূজা দেখতে গিয়ে খুন হলেন পার্বতী
স্টাফ রিপোর্টার: শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলায় পতেঙ্গালী-মালঞ্চি গ্রামের মধ্যবর্তী রাস্তার ওপর থেকে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত পার্বতী রায় যশোরের মণিরামপুরের শ্যামকুড় গ্রামের অধীর রায়ের মেয়ে। তার মা যমুনা রায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। তার বাবা-মা বর্তমানে যশোর শহরের আরএন রোড এলাকায় নতুন বাজারের পেছনে মতিয়ারের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের বাবা অধীর রায় জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিরব ওরফে রাব্বি দীপাবলিতে পুজো দেখার কথা বলে তার মেয়েকে নিয়ে যান।

তিনি বলেন, শুক্রবার দুপুরে পুলিশ খবর দিলে মর্গে গিয়ে মেয়ের লাশ দেখেছি। পার্বতীর ৭ বছরের একটি ছেলে রয়েছে। তার স্বামী মহিতোষ ভারতে থাকায় আমাদের সাথে থাকতেন।

হত্যাকাণ্ডের পর থেকে নিরব পালাতক রয়েছে। নিরব ওরফে রাব্বি যশোর সদরের মাজদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই মোকলেসুজ্জামান জানান, দুপুরে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর পর অধীর রায় ও যমুনা রায় হাসপাতালে এসে লাশটি তাদের মেয়ে পার্বতী বলে নিশ্চিত করেন।

তিনি জানান, যুবক নিরবকে খুঁজছে পুলিশ। তাকে পেলে হত্যার মূল রহস্য জানা যাবে। তবে তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা সেটা ডাক্তারের রিপোর্টের পরই নিশ্চিত হওয়া যাবে।
মনিরামপুরে আদালতের আদেশ অমান্য করে সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : বাল্য বিয়ে বন্ধের পর একটি চক্রের প্ররচনায় মনিরামপুরে ভ্রাম্যমান আদালতের আদেশ অমান্য করেছেন সপ্তম শ্রেণীতে পড়ুয়া সেই ছাত্রীকে বিয়ে দেয়া হয়েছে। বাল্য বিয়ে বন্ধের সময় মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিবো না বলে ভ্রাম্যমান আদালতকে লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলো মেয়ের পিতা।
কিন্তু সপ্তাহ পার না হতেই অন্য উপজেলায় নিয়ে ওই শিশু কন্যাকে বিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকার শিক্ষিত সমাজসহ স্থানীয়রা আদালতের আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন।
জানাযায়, উপজেলার টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী টুরিয়াঘরা গ্রামের আলতাফ বিশ্বাসের কন্যা জান্নাতুল ফেরদৌসকে বিয়ে দিতে যখন সবকিছু ঠিক-ঠাক তখন গত বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে ওই গ্রামে। এ সময় আদালতের বিচারক মণিরামপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ওই বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন। পুলিশের উপস্থিতির খবর পেয়ে ওইদিন কথিত এক বিয়ে রেজিষ্ট্রি কাজী এবং বর পক্ষ পালিয়ে যায়। এরপর মাদ্রাসা ছাত্রীর পিতা আলতাফ বিশ্বাস আদালতের বিচারকের নিকট লিখিত অঙ্গীকার নামা দিয়ে বলেন, কন্যার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিবাহ দিবো না। উক্ত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন ছাত্রীর মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, প্রভাষক নূরুল হক, কলেজ শিক্ষক হয়রত আলীসহ স্থানীয় অনেকেই।
এদিকে আদালতের আদেশ এক সপ্তাহ পার না হতেই স্থানীয় আব্দুল হামিদসহ একটি চক্রের মাধ্যমে ছাত্রীর অভিভাবকরা গত রবিবার ওই মাদ্রাসা ছাত্রীকে যশোর সদর উপজেলার অজ্ঞাত স্থানে নিয়ে সেই পাত্রের সাথে বিয়ে সম্পন্ন করে। আদালতের আদেশ অমান্য করে ৭ম শ্রেনীর ছাত্রীকে বিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ছাত্রীর মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম মোড়ল, শিক্ষক নূরুল হক ও স্থানীয় ইউপি মেম্বর রেজাউল ইসলাম। এ ঘটনায় এলাকার শিক্ষিত সমাজসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাবী উঠেছে আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের।

Friday, October 20, 2017

রোহিতায় প্রয়াত আ'লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

১নং রোহিতা ইউনিয়নের ৬নং কোদলাপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আব্দুর রাজ্জাকের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৬নং ওয়ার্ড আ'লীগ কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোহিতা ইউনিয়ন আ'লীগের সভাপতি হাফিজ উদ্দীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ শের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তোরাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন  ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ হোসেন।

Tuesday, October 10, 2017

না ফেরার দেশে চলেগেলেন রোহিতার আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

না ফেরার দেশে চলেগেলেন মনিরামপুরের ১নং রোহিতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  আব্দুর রাজ্জাক সরদার।


তিনি ঢাকা ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯/১০/২০১৭ তারিখে অনুমানিক রাত ১১:৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মহুরুমের জানাজা জোহর বাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।


উক্ত জানাজায় উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস, সহ-সভাপতি অধীর মন্ডল, ডাঃ মোঃ শের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইনদাদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাবেক যুবলীগনেতা শেখ মোহর আলী, সাবেক জেলা ছাত্রলীগনেতা আশরাফুল আলম, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ হোসেন, যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান নয়ন, ছাত্রলীগনেতা মেহেদি, জনি, পিয়াল প্রমূখ।