Wednesday, July 27, 2016

মণিরামপুর উপজেলা আ’লীগের নেতা-কর্মীদের সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান - মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান


মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুর উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর সভার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। তরুন আ’লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা আ’লীগের সদস্য তরুন আ’লীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিবহন শ্রমিকলীগের সহসভাপতি বাবুল করিম বাবুল, পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্যানেল মেয়র-১ কামরুজ্জামান, এড. বশির আহম্মেদ খান, গাজী মোহাম্মদ, গাজী মোহম্মদ, উপজেলা মহিলালীগের সভানেত্রী রীতা পাঁড়ে, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। এসময় গত ২২মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।

0 comments: