মণিরামপুরে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের কারাদণ্ড, পরোয়ানা
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
আদালতের আদেশ অমান্য করায় যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবর রহমানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার এক আদেশে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী এ সাজা দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নভেম্বর মাসে মণিরামপুরের হেলাঞ্চী গ্রামের রামপদ দাসের জমির একটি জামগাছ কেটে নেন আব্দুল আজিজ মোল্লা ও তার লোকজন। গাছ কাটতে বাধা দিলে রামপদ দাস ও তার পরিবারের সদস্যদের মারপিট করা হয়।
এ ব্যাপারে রামপদ দাস বাদী হয়ে ১৯ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানকে তদন্ত করে ২০১৬ সালের ৪ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
মামলার তিনটি ধার্যদিন অতিবাহিত হলে চেয়ারম্যান মুজিবর রহমানকে তদন্ত প্রতিবেদন চেয়ে তাগিদপত্র দেন বিচারক।
'২০ জুন কেন তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করা হবে না' মর্মে সশরীরে হাজির হয়ে জবাব দেওয়ার জন্য নোটিসও জারি করা হয়।
বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা ইউপি চেয়ারম্যান সময়ের আবেদন অথবা তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেওয়ায় বিচারক তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একইসঙ্গে বিচারক তার আদেশে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
0 comments: