Monday, September 26, 2016

মণিরামপুরে ৮শত ৭১ ভিক্ষুকের তালিকা তৈরি


মণিরামপুর কণ্ঠ ডেক্স।।


মণিরামপুরে ৮৭১ জন ভিক্ষুক ভিক্ষাবৃত্তির মধ্যদিয়ে জীবন যাপন করে।এদের মধ্যে বেশিরভাগই বৃদ্ধ,প্রতিবন্ধী,বিধবা অথবা স্বামী পরিত্যক্তা।সম্প্রতি উপজেলা প্রশাসক কর্তৃক সংগৃহীত তালিকানুসারে এ তথ্য পাওয়া গেছে।তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ৯৭ জন ভিক্ষুক রয়েছে উপজেলার খেদাপাড়া ইউনিয়নে আর সবচেয়ে কম ১০ জন ভিক্ষুক রয়েছে নেহালপুর ইউনিয়নে।এছাড়া পৌর এলাকায় ৩৭ জন ,রোহিতা ইউনিয়নে ৬০ জন,কাশিমনগর ইউনিয়নে ৬৩ জন,ভোজগাতী ইউনিয়নে ২৩ জন,ঢাকুরিয়া ইউনিয়নে ৩৩ জন,হরিদাসকাটি ইউনিয়নে ৪৮ জন,মণিরামপুর সদর ইউনিয়নে ৩১ জন,হরিহরনগর ইউনিয়নে ৯৩ জন,ঝাঁপা ইউনিয়নে ৩২ জন,মশ্মিমনগর ইউনিয়নে ৪৪ জন,চালুয়াহাটি ইউনিয়নে ৭০ জন,শ্যামকুড় ইউনিয়নে ৪৩ জন,খানপুর ইউনিয়নে ৪৫ জন,দুর্বাডাঙ্গা ইউনিয়নে ৭৯ জন,কুলটিয়া ইউনিয়নে ৩০ জন ও মনোহরপুর ইউনিয়নে ৩৩ জন ভিক্ষুক রয়েছে।
সম্প্রতি মন্ত্রনালয়ের চাওয়া অনুযায়ী উপজেলা প্রশাসন ভিক্ষুকের তালিকি তৈরি করেছেন বলে জানা গেছে।দেশে দারিদ্রতার হার কমিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে এসব ভিক্ষুককে পুনর্বাসন করবেন বলে উপজেলা প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছেন।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান,সরকারের চাওয়া অনুযায়ী ভিক্ষুকদের এই তালিকা করে পাঠানো হয়েছে।পরবর্তীতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ধারাবাহিকভাবে এদের পুনর্বাসন করা হবে।

0 comments: