মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত গিয়ে দেখেন সব দোকান বন্ধ
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
! মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সটকে পড়লেন ব্যবসায়ীরা। বুধবার দুপুরে উপজেলার রোহিতা ও খেদাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আদালত সুত্র জানায়, দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। রোহিতা বাজারে শাহিনের হোটেলে অভিযান চালিয়ে অপরিছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে তাকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত। এসময় বাজারের অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সটকে পড়েন।
এরপর উপজেলার খেদাপাড়া বাজারে হাজির হন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু আদালত বাজারটিতে পৌঁছে দেখতে পান সব দোকানপাট বন্ধ। খবর পেয়ে আগেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কেটে পড়েছেন দোকানিরা।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
0 comments: