মণিরামপুর উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতারণ
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
মনিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমাজাদ হোসেন লাভলুর উদ্যোগে ও প্রাথমিক শিক্ষক সমিতির অর্থায়নে উপজেলার বানভাসী ১২’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কাটাখালী, আঠারোপাকিয়া ও হোগলাডাঙ্গা এলাকায় এই ত্রান বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট’স এর সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ লিটন, ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাঁড়ে, উপজেলা মহিলালীগের সভানেত্রী রীতা পাঁড়ে, সাবেক উপজেলা আ’লীগ নেতা সমীর কর হাবু, মহিলালীগ নেত্রী সেলিনা খাতুন ডলি, বাঁধাঘাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার বানু, শিক্ষক নেতা বিধান চন্দ্র, মুনছুর আলী, মিজানুর রহমান, আব্দুল লতিফ, যুবলীগ নেতা হাদিউজ্জামান রানা প্রমূখ।
এছাড়া লাইড়ী রামনগর কামিল মাদরাসা(এম,এ)-এর শিক্ষক-কর্মচারীদের ১ দিনের বেতনের সমপরিমান অর্থ বানভাসিদের মাঝে বিতরণ করেন অধ্যক্ষ মাওঃ মুফিজুর রহমানসহ মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ। অপরদিকে শক্তি ফাউন্ডেশন মণিরামপুর শাখার উদ্যোগে ১শ’৫৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী ব্যবস্থাপক শরবিন্দু মজুমদার, এরিয়া সুপারভাইজার মতিয়ার রহমান, শাখা ব্যবস্থাপক খালিদ হাসান প্রমূখ।
0 comments: