মণিরামপুর নেহালপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটি গঠন
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
এম এম ফারুক হুসাইনকে আহবায়ক ,আবুল কালাম আজাদ, আনিছুল ইসলাম ও সুভাষ চন্দ্র মন্ডলকে যুগ্ম আহবায়ক করে ৫৫ সদস্য বিশিষ্ঠ মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। অত্র ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও সাধারন সম্পাদক কামরুজ্জামানের বিরুদ্ধে বিগত ২২ মার্চ ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান করাসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগ উঠায় তা কমিটির সংখ্যাগরিষ্ট নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত পূর্বক গঠিত আহবায়ক কমিটি জেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহীন চাকদার বরাবর প্রেরন করা হয়েছে বলে উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান জানিয়েছেন।
0 comments: