Saturday, July 22, 2017

মনিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের রাষ্টীয় সফরে জাপান গমন

মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

মনিরামপুর পৌরসভার মেয়র ও মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ৭ দিনের রাষ্টীয় সফরে জাপান যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় মন্ত্রনালয়ের সিলেকশনে এসপিজি প্রকল্পের আওতায় জাপানের জাইকার কারিগরি সহায়তায় তিনি সেখানে এক প্রশিক্ষণে অংশ নেবেন। আজ ২২ রাতে সিংগাপুর এয়ারলাইন্সের বিমানে জাপানের টোকিও'র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। শিজুকা শহরে প্রশিক্ষণে অংশ নেওয়া ছাড়াও জাপানের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন সহ ওই দেশের কয়েকটি শহরের মেয়রদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আগামী ৩০ জুলাই টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি মনিরামপুরবাসীর দোআ ও আশির্বাদ কামনা করেছেন।

0 comments: