মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমানের ২৯ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার বেলা ১১ টার দিকে রাজগঞ্জ ডিগ্রি কলেজ শোক সভার আয়োজন করে। কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রহমতুল্যাহ,মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন,মুক্তিযুদ্ধা মোশারফ হোসেন,উপজেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক হাফিজুর রহমান দুলু। কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় অভিভাবক সদস্য,শিক্ষার্থীসহ এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য কলেজের নব নির্মিত তিন তলা বিশিষ্ট লুৎফর রহমান কলা ভবনের ফলক উন্মোচন করেন। এদিকে শনিবার সকালে সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার খোরশেদ আলমের বড় ভাই আরশাদ আলীর মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করতে মরহুমের নিজ বাড়িতে ছুটে যান।