Saturday, October 21, 2017

যশোরে পূজা দেখতে গিয়ে খুন হলেন পার্বতী
স্টাফ রিপোর্টার: শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলায় পতেঙ্গালী-মালঞ্চি গ্রামের মধ্যবর্তী রাস্তার ওপর থেকে ওই গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত পার্বতী রায় যশোরের মণিরামপুরের শ্যামকুড় গ্রামের অধীর রায়ের মেয়ে। তার মা যমুনা রায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। তার বাবা-মা বর্তমানে যশোর শহরের আরএন রোড এলাকায় নতুন বাজারের পেছনে মতিয়ারের বাড়ির ভাড়াটিয়া।

নিহতের বাবা অধীর রায় জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিরব ওরফে রাব্বি দীপাবলিতে পুজো দেখার কথা বলে তার মেয়েকে নিয়ে যান।

তিনি বলেন, শুক্রবার দুপুরে পুলিশ খবর দিলে মর্গে গিয়ে মেয়ের লাশ দেখেছি। পার্বতীর ৭ বছরের একটি ছেলে রয়েছে। তার স্বামী মহিতোষ ভারতে থাকায় আমাদের সাথে থাকতেন।

হত্যাকাণ্ডের পর থেকে নিরব পালাতক রয়েছে। নিরব ওরফে রাব্বি যশোর সদরের মাজদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

যশোর কোতোয়ালি থানার এসআই মোকলেসুজ্জামান জানান, দুপুরে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর পর অধীর রায় ও যমুনা রায় হাসপাতালে এসে লাশটি তাদের মেয়ে পার্বতী বলে নিশ্চিত করেন।

তিনি জানান, যুবক নিরবকে খুঁজছে পুলিশ। তাকে পেলে হত্যার মূল রহস্য জানা যাবে। তবে তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা সেটা ডাক্তারের রিপোর্টের পরই নিশ্চিত হওয়া যাবে।
মনিরামপুরে আদালতের আদেশ অমান্য করে সপ্তম শ্রেণীর ছাত্রীর বিয়ে
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : বাল্য বিয়ে বন্ধের পর একটি চক্রের প্ররচনায় মনিরামপুরে ভ্রাম্যমান আদালতের আদেশ অমান্য করেছেন সপ্তম শ্রেণীতে পড়ুয়া সেই ছাত্রীকে বিয়ে দেয়া হয়েছে। বাল্য বিয়ে বন্ধের সময় মেয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিবাহ দিবো না বলে ভ্রাম্যমান আদালতকে লিখিত অঙ্গীকারনামা দিয়েছিলো মেয়ের পিতা।
কিন্তু সপ্তাহ পার না হতেই অন্য উপজেলায় নিয়ে ওই শিশু কন্যাকে বিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকার শিক্ষিত সমাজসহ স্থানীয়রা আদালতের আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন।
জানাযায়, উপজেলার টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী টুরিয়াঘরা গ্রামের আলতাফ বিশ্বাসের কন্যা জান্নাতুল ফেরদৌসকে বিয়ে দিতে যখন সবকিছু ঠিক-ঠাক তখন গত বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান চলে ওই গ্রামে। এ সময় আদালতের বিচারক মণিরামপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ ওই বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন। পুলিশের উপস্থিতির খবর পেয়ে ওইদিন কথিত এক বিয়ে রেজিষ্ট্রি কাজী এবং বর পক্ষ পালিয়ে যায়। এরপর মাদ্রাসা ছাত্রীর পিতা আলতাফ বিশ্বাস আদালতের বিচারকের নিকট লিখিত অঙ্গীকার নামা দিয়ে বলেন, কন্যার প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে বিবাহ দিবো না। উক্ত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন ছাত্রীর মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, প্রভাষক নূরুল হক, কলেজ শিক্ষক হয়রত আলীসহ স্থানীয় অনেকেই।
এদিকে আদালতের আদেশ এক সপ্তাহ পার না হতেই স্থানীয় আব্দুল হামিদসহ একটি চক্রের মাধ্যমে ছাত্রীর অভিভাবকরা গত রবিবার ওই মাদ্রাসা ছাত্রীকে যশোর সদর উপজেলার অজ্ঞাত স্থানে নিয়ে সেই পাত্রের সাথে বিয়ে সম্পন্ন করে। আদালতের আদেশ অমান্য করে ৭ম শ্রেনীর ছাত্রীকে বিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই ছাত্রীর মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুল ইসলাম মোড়ল, শিক্ষক নূরুল হক ও স্থানীয় ইউপি মেম্বর রেজাউল ইসলাম। এ ঘটনায় এলাকার শিক্ষিত সমাজসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দাবী উঠেছে আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের।

Friday, October 20, 2017

রোহিতায় প্রয়াত আ'লীগ নেতা আব্দুর রাজ্জাকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

১নং রোহিতা ইউনিয়নের ৬নং কোদলাপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আব্দুর রাজ্জাকের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ৬নং ওয়ার্ড আ'লীগ কতৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোহিতা ইউনিয়ন আ'লীগের সভাপতি হাফিজ উদ্দীন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি ডাঃ মোঃ শের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রেজা বাবু, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তোরাব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন  ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ হোসেন।

Tuesday, October 10, 2017

না ফেরার দেশে চলেগেলেন রোহিতার আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

না ফেরার দেশে চলেগেলেন মনিরামপুরের ১নং রোহিতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  আব্দুর রাজ্জাক সরদার।


তিনি ঢাকা ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯/১০/২০১৭ তারিখে অনুমানিক রাত ১১:৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মহুরুমের জানাজা জোহর বাদ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।


উক্ত জানাজায় উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী বিশ্বাস, সহ-সভাপতি অধীর মন্ডল, ডাঃ মোঃ শের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইনদাদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দু হাজরা, যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাবেক যুবলীগনেতা শেখ মোহর আলী, সাবেক জেলা ছাত্রলীগনেতা আশরাফুল আলম, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ হোসেন, যুগ্ম-আহবায়ক নাজমুল হাসান নয়ন, ছাত্রলীগনেতা মেহেদি, জনি, পিয়াল প্রমূখ।

Saturday, September 30, 2017

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মনিরামপুরে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মাদার অব হিউম্যানিটি, বিশ্বশান্তির অগ্রদূত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছাত্রনেতা মুরাদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফজলুর রহমানের সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবি পরিষদের সদস্য এডঃ বশির খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতিও তরুন আ'লীগ নেতা সন্দীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেনসহ উপজেলা ছাত্রলীগের সদস্য, ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।



এছাড়াও দোআ মাহফিল পরিচালনা করেন উপজেলা আ'লীগ নেতা ও দূর্বাডাঙ্গা ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি মাওলানা গোলাম সরোয়ার।

Monday, September 25, 2017

মণিরামপুর কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুর কলেজ শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে মণিরামপুর উপজেলা ছাত্রলীগ। এতে আহ্বায়ক করা হয়েছে মোঃ হাবিবুর রহমান দ্বীপকে। সোমবার বিকালে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মাসের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ জামিল হোসেন জনি, মোঃ ইস্রাফিল হোসেন, মোঃ খালেদুর রহমান, মোঃ আবু সালেহ, মোঃ সাদ্দাম হোসেন, আবু হুরাইরা (হেলাল)কে। এছাড়া কমিটিতে সদস্য করা হয়েছে ৬৪জনকে।

Thursday, September 21, 2017

মণিরামপুরে ওএমএসের চাল বিক্রি হয়নি
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

সরকারি নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ে মণিরামপুরে ওএমএস-এর চাল বিক্রি শুরু হয়নি।  বুধবার সকালে এই চাল বিক্রি শুরু হওয়ার কথা ছিল।

নির্ধারিত সময়ে গুদাম থেকে চাল সরবরাহ না পাওয়ায় ডিলাররা ক্রেতাদের কাছে চাল বিক্রি করতে পারেননি।  ফলে কম দামে চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন মণিরামপুরের নিম্ন আয়ের ৬০০ পরিবার।  উপজেলা খাদ্য অফিস বলছে, আদেশের কপি দেরিতে পাওয়ায় বুধবার চাল বিক্রি সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্র মতে, খাদ্যশস্যের বাজার দরের ঊর্ধ্বগতি রোধে, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদান ও বাজারদর স্থিতিশীল রাখতে সারা দেশের মতো মণিরামপুরেও ওএমএস খাতে চাল বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার।  এই লক্ষে খাদ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার একটি নির্দেশনা জারি করা হয়।  বুধবার থেকে এই চাল বিক্রির কথা ছিল।  কিন্তু মণিরামপুরে এই চাল বিক্রির কোনো কার্যক্রম চোখে পড়েনি।

মণিরামপুর উপজেলা খাদ্য অফিসের একটি সূত্র জানায়, নিম্ন আয়ের মানুষের মাঝে পরিবারপ্রতি ৩০ টাকা দরে পাঁচ কেজি করে ওএমএসের চাল বিক্রির কথা।  শহরে তিনজন ডিলারের মাধ্যমে প্রতিদিন এক মেট্রিক টন করে মোট তিন টন চাল বিক্রির নির্দেশনা আছে।  প্রতিদিন উপজেলার ৬০০ গরিব পরিবার এই সুবিধা পাবে।

সূত্রটি আরো জানায়, ইউএনও কর্মস্থলে না থাকায় কাগজপত্র স্বাক্ষর হয়নি।  তাই বুধবারের চাল বিক্রি করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক ডিলার বলেন, 'মঙ্গলবার রাতে খাদ্য অফিস থেকে আমাদের ফোন করে বলা হয়েছে, আজ কাগজপত্র জমা দিতে।  আমরা কাগজপত্র জমা দিয়ে চাল তুলেছি।  কাল থেকে চাল বিক্রি করা হবে। ' মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা বলেন, 'অর্ডারের কাগজ পেয়েছি মঙ্গলবার রাতে।  গুদাম থেকে চাল তোলার কার্যক্রম চলছে।  বৃহস্পতিবার থেকে চাল বিক্রি শুরু হবে। '

মণিরামপুরে কেন, কোনো উপজেলায় ডিলাররা বুধবার চাল বেচতে পারেননি, দাবি এই কর্মকর্তার।  মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, 'বিকেলে আমার কাছে কাগজপত্র আনার সাথে সাথে স্বাক্ষর করে দিয়েছি। '

বুধবারতো চাল বিক্রির কথা ছিল,তাহলে কেন হলো না?-  এমন প্রশ্নে তিনি খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

Wednesday, September 20, 2017

যবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন বুধবার থেক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে ১৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত http://just.ambersoftwaresolutions.com ওয়েবসাইটে ঢুকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করা যাবে।
আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার এবং ১০ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ইউনিট; দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বি ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ই ইউনিট; বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডি ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এফ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটে সাতটি অনুষদের মাধ্যমে ২২টি বিভাগে মোট ৭৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ আসনগুলো ছাড়াও মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ১ শতাংশ প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/ কর্মকর্তা/কর্মচারীদের ওয়ার্ডের জন্য (শুধুমাত্র সন্তান) ১ শতাংশ পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। ২২টি বিভাগের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদনাধীন আছে। ইউজিসির অনুমোদনসাপেক্ষে এ তিনটি বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি www.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীরা সহায়তা পেতে হেল্পলাইন +৮৮০১৭৪৬৫১৪৫২০, +৮৮০১৭৫৯২০৫২১৮, +৮৮০১৭৫৯২০৫১৭৫ যোগাযোগ করতে পারবেন। (সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হেল্পলাইন খোলা থাকবে)।
ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১২ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৬ জানুয়ারি, ২০১৮ তারিখে।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Monday, September 18, 2017

রাজগঞ্জ বাজারে ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মিছিল অনুষ্ঠিত
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

সন্ত্রাস ও জঙ্গি বিরোধী প্রচারনা এবং সরকারের উন্নয়নের বিভিন্ন প্রচার উপলক্ষে যশোর জেলা ছাত্রলীগ ও মনিরামপুর উপজেলা ছাত্রলীগ এর  উদ্যোগে  রাজগঞ্জ বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। উক্ত মিছিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক  সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ,উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মন্টু, জেলা পরিষদের সদস্য  ও চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম মিলন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওসার আহমেদ,মশ্বিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস , স্থানীয় আ'লীগ নেতা রবিউল ইসলাম রবি, মেম্বার মোস্তফা কামাল নান্নু সহ যশোর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 রোহিঙ্গারা ক্যাম্প ছাড়লে অবৈধ গণ্য হবেন : আইজিপি
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তারা যদি ক্যাম্প থেকে বের হয়ে দেশের অন্য জায়গায় ছড়িয়ে যেতে চায়, তাহলে তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন।

সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তরে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে শহীদুল হক এ কথা বলেন।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য দুই হাজার একর জমিতে শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন। তারা ছড়িয়ে পড়লে প্রচলিত আইনে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর নিয়ম রয়েছে। তবে মানবিক বিবেচনায় কোনো রোহিঙ্গাকে নির্ধারিত এলাকার বাইরে পেলে উদ্ধার করে নির্দিষ্ট শিবিরে পাঠানো হবে। এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গাকে বাইরে থেকে উদ্ধার করে শিবিরে পাঠানো হয়েছে বলে জানান আইজিপি।

শহীদুল হক বলেন, নির্ধারিত স্থানে তাদের জন্য বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রোহিঙ্গা ব্যক্তিদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে, তাদের সব তথ্য সংরক্ষিত থাকবে। সম্পূর্ণ ব্যবস্থাপনা এবং সামাজিক সমস্যা বিবেচনায় তাদের নির্দিষ্ট স্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

‘রোহিঙ্গারা ছড়িয়ে পড়লে হয়তো বাংলাদেশের নাগরিক হতে চাইবে, অথবা কাজ করার চেষ্টা করবে। তারা হয়তো কোনো অপরাধে জড়িয়ে পড়বে কিংবা কোনো প্রতারক চক্রের মাধ্যমে অপরাধে শিকার হবে। তবে আশার বিষয় হলো রোহিঙ্গারা দেখতে আমাদের মতো হলেও ভাষাগত দিকে এক নয়। তাই তারা ছড়িয়ে পড়লেও ধরা পড়বেই।’

মিয়ানমারের দুই ফটো সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়ে শহীদুল হক বলেন, তারা ভ্রমণ ভিসায় এসে রোহিঙ্গা শিবিরে ছবি ও তথ্য সংগ্রহ করছিল। ট্যুরিস্ট ভিসায় এসে সাংবাদিকতা করলে আমরা তা ‌‘অ্যালাউ’ করব না।

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে আশ্রিতদের (রোহিঙ্গা) জঙ্গিবাদে যুক্তের চেষ্টা হতে পারে। তারা এ দেশের জঙ্গি দলে যোগ দিয়ে অন্য কোনো দেশে হামলা চালাতে পারে। এজন্য বাংলাদেশকে ব্যবহার করা হবে। তবে আমাদের নজরদারী রয়েছে। এসব বিষয় আমরা সহ্য করব না।’

চালের কৃত্রিম সংকটকারীদের প্রসঙ্গে তিনি বলেন, কেউ খাদ্য শস্যের কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং আশুরার নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, দুর্গাপূজা ও আশুরা বরাবরের মতো নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বছরই দুর্গাপূজায় মন্ডপের সংখ্যা বাড়ছে, কারণ আগের চেয়ে মানুষ বেশি নিরাপত্তা বোধ করছে। ৩০ সেপ্টেম্বর দশমী এবং তাজিয়া মিছিল একই দিনে হওয়ায় সমন্বয়ের মাধ্যমে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Saturday, July 22, 2017

মনিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের রাষ্টীয় সফরে জাপান গমন
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

মনিরামপুর পৌরসভার মেয়র ও মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ৭ দিনের রাষ্টীয় সফরে জাপান যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় মন্ত্রনালয়ের সিলেকশনে এসপিজি প্রকল্পের আওতায় জাপানের জাইকার কারিগরি সহায়তায় তিনি সেখানে এক প্রশিক্ষণে অংশ নেবেন। আজ ২২ রাতে সিংগাপুর এয়ারলাইন্সের বিমানে জাপানের টোকিও'র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। শিজুকা শহরে প্রশিক্ষণে অংশ নেওয়া ছাড়াও জাপানের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন সহ ওই দেশের কয়েকটি শহরের মেয়রদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আগামী ৩০ জুলাই টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি মনিরামপুরবাসীর দোআ ও আশির্বাদ কামনা করেছেন।

Friday, June 23, 2017

মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

ঐতিহ্যবাহী যশোর জেলা ছাত্রলীগের আসন্ন ১০ জুলাই এর সম্মেলনকে সফল করার লক্ষে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছাত্রনেতা মোঃ মুরাদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মজিদ। প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। সরকারের যুগোপযোগী নীতি গ্রহনে শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টর দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশ যখন এগিয়ে চলেছে ঠিক তখনি একটি গোষ্টি সরকারকে বেকায়দায় ফেলতে নানা মূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই গোষ্টিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মনিরামপুর পৌর মেয়র বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আমজাদ হোসেন লাভলু, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রভাষক মোঃ ফারুক হোসেন,

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন বিপুল, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের তরুণ জনপ্রিয় নেতা এডভোকেট বশির আহমেদ খান, বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বাবু সন্দীপ কুমার ঘোষ, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি ও যশোর জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোঃ রওশন ইকবাল শাহী, শহর ছাত্রলীগের আহবায়ক ও যশোর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান রনি, এম এম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, যশোর জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, জামাল হোসেন, সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।