Friday, July 29, 2016
Wednesday, July 27, 2016
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুর উপজেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌর সভার হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। তরুন আ’লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, জেলা আ’লীগের সদস্য তরুন আ’লীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা পরিবহন শ্রমিকলীগের সহসভাপতি বাবুল করিম বাবুল, পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্যানেল মেয়র-১ কামরুজ্জামান, এড. বশির আহম্মেদ খান, গাজী মোহাম্মদ, গাজী মোহম্মদ, উপজেলা মহিলালীগের সভানেত্রী রীতা পাঁড়ে, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমূখ। এসময় গত ২২মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আ’লীগ মনোনীত নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া ১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়।
Tuesday, July 26, 2016
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনটি আজ ২২ বছরে পদার্পণ করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্য রয়েছে আজ সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। এ ছাড়াও সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার এবং সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মনিরামপুর কণ্ঠ।।
রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর হামলায় নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়।
ডিএমপির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’
পুলিশ জানায়, আজ ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে।
আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।
Monday, July 25, 2016
যশোরের কামরুজ্জামান তুহিন ওরফে মুন্নাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জঙ্গি তালিকায় নাম থাকায় সোমবার দুপুরে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মুন্না কোতোয়ালী থানায় হাজির হন। পরে সেখানে পুলিশ সুপার আসেন।
পুলিশ সুপার জানান, মুন্নার অজ্ঞাতবাস সম্বন্ধে খোঁজ-খবর নেওয়া হবে। তারপর আইনগত ব্যবস্থা নাকি পরিবারের হাতে ফেরত দেওয়া হবে তা নির্ধারণ করা হবে।
এর আগে ভোরে ঢাকা থেকে সস্ত্রীক যশোর শহরের শংকরপুর এলাকার বাসায় ফেরেন কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না। তিন বছর ধরে নিখোঁজ থাকা পুলিশ যশোরের যে পাঁচজনকে জঙ্গি তৎপরতায় যুক্ত বলে সাব্যস্ত করে পোস্টার করেছে, মুন্না সেই তালিকায় শীর্ষে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে মুন্না কোতোয়ালী থানায় আসেন। তার সঙ্গে মা-ভাই, মামা ছাড়াও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছিলেন।
দুপুর ১টার দিকে পুলিশ সুপার আনিসুর রহমান থানায় আসেন। এসময় তিনি থানার অফিসার, মুন্না ও তার স্বজনদের সঙ্গে কথা বলেন।
সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, পুলিশের তালিকাভুক্ত যে ৫ জনের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে প্রকাশ করা হয়, তাদের মধ্যে মুন্নার নামও রয়েছে। সেই সময় দুই জনের পরিবারের পক্ষ থেকে পুলিশের সহায়তা কামনাকারীদের একজন মুন্নার বাবা।
তিনি বলেন, গত দুই বছর মুন্না যে সব জায়গায় ছিল তা তদন্ত করে দেখা হবে। পুলিশের পাশাপাশি সরকারের অন্য সংস্থাগুলোও তা খতিয়ে দেখবে। যদি সে নির্দোষ হয় তবে, পুলিশ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেবে। আর যদি তার জঙ্গি সম্পৃক্ততা থাকে তবে সরকারের ঘোষণা অনুযায়ী তাকে আইনগত সহায়তা এবং কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে। যেহেতু সে নিজেই ফিরে এসেছে বিষয়টি গুরুত্ব দিয়েই ভাবা হবে। পরবর্তী ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মুন্না পুলিশি হেফাজতে থাকবে বলে তিনি জানান।
কোতোয়ালি থানায় মুন্নার বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পুলিশ সুপার আনিসুর রহমান
মুন্নার বাবা আবদুস সোবহান বলেন, ‘সারাদেশে জঙ্গি তৎপরতা শুরুর পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা তাকে ছেলে নিখোঁজের ব্যাপারে সাধারণ ডায়েরি করতে থানায় নিয়ে আসেন। সে অনুযায়ী থানায় জিডি করা হয়।’
মুন্নার ছোটভাই যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ছাত্র আবদুল আহাদ জানান, জিডিতে তারা যা লিখতে চেয়েছিলেন, পুলিশ তা গ্রহণ করেনি। পুলিশ ইচ্ছা মতো জিডি লিখেছে, যেখানে হয়তো তার ভাইকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করা হয়েছে।
থানায় অবস্থানকালে মুন্না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘মা আমার মুখ দেখতে না চাওয়ায় ক্ষোভে-অভিমানে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যাই। সেখানে কাজ-কর্ম করে জীবন চালাচ্ছিলাম। এরমধ্যে ইয়াসমিন আক্তার নামে একটি মেয়ের সঙ্গে পরিচয় ও প্রেম। পরে তাকে বিয়ে করি।’
সম্প্রতি স্ত্রীকে বাড়িতে আনার জন্য তিনি মায়ের কাছে ফোন করেন। মা তার কণ্ঠ শুনে কান্নাকাটি করেন। পরে ছোটভাই আহাদকে বিয়ের কথা বলেন। তখন সে ঠিকানা জানতে চায়। ঠিকানা বলার পর তার বাবা ঢাকায় ছুটে আসেন এবং মুন্নাকে সস্ত্রীক যশোরে নিয়ে আসেন।
আহাদ বলেন, ‘ভাই ফিরে আসায় আমরা পরিবারের পক্ষ থেকে আরেকটি জিডি করতে চাই। জিডি লিখেও এনেছি। কিন্তু ডিউটি অফিসার জিডি নিচ্ছেন না। ওসি সাহেব থানায় না থাকায় ডিউটি অফিসার এখন জিডি নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।’
প্রসঙ্গত, গত ২১ জুলাই যশোর পুলিশ জানিয়েছিল যশোরে ১১৪ জন নিখোঁজ। যাদের প্রায় সবারই বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডিই করা রয়েছে। এদের মধ্যে ৫ জন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। মুন্না তাদেরই একজন।
জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত যে পাঁচজনের তালিকা পুলিশের কাছে রয়েছে তারা হলেন- যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আব্দুস সোবহানের ছেলে কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪), যশোর সদরের কিসমত নওয়াপাড়া এলাকার কাজী হাবিবুল্লাহর ছেলে ফজলে রাব্বী (২১), শার্শা উপজেলার শ্যামলাগাছি এলাকার আওরঙ্গজেবের ছেলে মেহেদি হাসান জিম (১৯), মণিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকার হাসান আলী গাজীর ছেলে জিএম নাজিমউদ্দিন ওরফে নকশা নাজিম (৪২) এবং যশোর শহরের ধর্মতলা এলাকার আব্দুস সালামের ছেলে রায়হান (২১)।
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
আগুনে পুড়ে যাওয়া ১২ দোকানের মালিকরা সরকারি আর্থিক সহযোগিতা পেলেন।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। সম্ভব হলে পরে তাদের টিন দেওয়া হবে।’
চলতি মাসের ১৬ তারিখ বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট আগুনে উপজেলার পাড়দিয়া বাজারে ১২টি দোকান ভস্মিভূত হয়।
Sunday, July 24, 2016
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
দেশের অন্যান্য স্থানের মতো মণিরামপুরেও চলছে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ। আগামী ২৫ জুলাই এর মধ্যে উপজেলার সব বাড়ির ভাড়াটিয়ার নাম, পরিচয়, বয়স, জাতীয় পরিচয়পত্রসহ ছবিসম্বলিত ফরম পূরণ করে থানায় জমা দিতে বলা হয়েছে বাড়ির মালিকদের।
রোববার সন্ধ্যার আগে শহরে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তথ্য প্রদানের এই আহ্বান জানানো হয়। বলা হয়, যদি কোনো মালিক এই তথ্য প্রদানে ব্যর্থ হন তাহলে পরে কখনো ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার ওই মালিককে নিতে হবে।
এই প্রসঙ্গে মণিরামপুর থানার ওসি বিপ্লবকুমার নাথ বলেন, ‘ভাড়াটিয়া তথ্য সম্পর্কিত ফরম তৈরি করে শহরের সব ফটোকপির দোকানে দেওয়া হয়েছে। ফরম জমা দেওয়ার শেষ সময় ২৫ জুলাই।’
যদি কোনো বাড়িমালিক তথ্য না দেন এবং পরে ওই এলাকায় কোনো অঘটন ঘটে তাহলে ওই মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
নাশকতার অভিযোগে মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন জামায়াতের মহিলা রোকন শাহানুর বেগম (৪২) কে আটক করেছে থানা পুলিশ। শণিবার ভোর রাতে নেহালপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শাহানুর ওই গ্রামের মুনসুর আলী খানের স্ত্রী। মুনসুর স্থানীয় আইয়ুব আনসারী মাদ্রাসার সহকারী শিক্ষক।
মণিরামপুর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদে জানতে পারি শাহানুর তার বাড়িতে রাতে জামায়াতের মহিলা কর্মীদের তালিম দিবে। ভোরে নামাজ পড়ে কর্মীরা চলে যাবে। এমন সংবাদের ভিত্তিতে শণিবার রাত ৩ টার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি পূর্ব থেকে টের পেয়ে আগন্তকরা পালিয়ে যায়। ওই সময় পুলিশ শাহানুরকে আটক করে। তিনি জানান,শাহানুর ও তার স্বামী মুনসুর নাশকতার মামলার আসামী। তারা দু’জনে বহুদিন ধরে পলাতক রয়েছে। রোববার দুপুরে শাহানুরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
Saturday, July 23, 2016
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুর উপজেলা কৃষকলীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ জুলাই বর্ধিত সভার জন্য গতকাল শনিবার উপজেলা আ’লীগের অস্থায়ী কার্যালয়ে এ প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের উপদেষ্টা সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস, সহসভাপতি তপন কুমার পালিত, সাধারন সম্পাদক আবুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মামুন-অর রশিদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্যসাধন বিশ্বাস, আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক বলাই বিশ্বাস, জিকে মন্ডল, বাবুল আক্তার লাল্টু, ফজলুর রহমান প্রমূখ।
Friday, July 22, 2016
রাজনীতি ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ। শুক্রবার দুপুরে শহরের গাড়িখানা রোডে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আনোয়র হোসেন বিপুল। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা এম এম রবিউল ইসলাম, মনোয়ার হোসেন ইমন, রেজওয়ান হোসেন মিথুন, সালাউদ্দিন কবীর পিয়াস, রওশন ইকবাল শাহী, তৌহিদুর রহমান তৌহিদ, মারুফ হোসেন ইকবাল, মহিউদ্দিন রিমন, মীর হামিদুর রহমান লাভলু, যুবলীগ নেতা উত্তম অধিকারী, শ্রমিক নেতা সেলিম রেজা মিঠু, মিজানুর রহমান মিজুসহ আরও অনেকে।
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
মনিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে মহিলা মেম্বরের মেয়ে(৭ম শ্রেণীর ছাত্রী)কে নিয়ে প্রেমিক ও তার বন্ধুরা গণধর্ষন শেষে নদীর পাশে পাটের স্তুপের উপর রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী ধর্ষিতাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় দেন। গতকাল শুক্রবার পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী ও ভিকটিমের অভিভাবকরা জানায়, মনিরামপুর সদর ইউনিয়নের বাকোশপোল গ্রামের এক মহিলা মেম্বরের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে পার্শ্ববর্তি খোজালীপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে মামুনের প্রেমের সম্পর্ক ছিল। গত ১৬ জুলাই সন্ধ্যার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নিয়ে যায়।
ওই কিশোরী জানায়, রাতে একটি বাগানে নিয়ে মামুন ও তার বন্ধু আল আমিন, সুমন ও ইয়াছিন তাকে পালাক্রমে ধর্ষন করে। এ সময় কিশোরী অচেতন হয়ে পড়ে। পরদিন ১৭ জুলাই সকালে হরিহরনদীর পাশে পাটের স্তুপের উপর থেকে এলাকার নারী কর্মী উম্মে সালমাসহ এলাকাবাসী অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে পার্শ্ববর্তি কাশিমনগর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর আনিচুর রহমানের জিম্মায় রাখে। এ ঘটনায় ১৯ জুলাই থানায় অভিযোগ করা হয়। গতকাল শুক্রবার দুুপুরে এসআই পলাশ কুমার ওই কিশোরীকে উদ্ধার করে থানায় আনে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ কিশোরীকে উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। দ্ধারের পর স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় দেন। গতকাল শুক্রবার পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মনিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে মহিলা মেম্বরের মেয়ে(৭ম শ্রেণীর ছাত্রী)কে নিয়ে প্রেমিক ও তার বন্ধুরা গণধর্ষন শেষে নদীর পাশে পাটের স্তুপের উপর রেখে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এলাকাবাসী ধর্ষিতাকে অচেতন অবস্থায় উদ্ধারের পর স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় দেন। গতকাল শুক্রবার পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী ও ভিকটিমের অভিভাবকরা জানায়, মনিরামপুর সদর ইউনিয়নের বাকোশপোল গ্রামের এক মহিলা মেম্বরের মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রীর সাথে পার্শ্ববর্তি খোজালীপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে মামুনের প্রেমের সম্পর্ক ছিল। গত ১৬ জুলাই সন্ধ্যার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নিয়ে যায়।
ওই কিশোরী জানায়, রাতে একটি বাগানে নিয়ে মামুন ও তার বন্ধু আল আমিন, সুমন ও ইয়াছিন তাকে পালাক্রমে ধর্ষন করে। এ সময় কিশোরী অচেতন হয়ে পড়ে। পরদিন ১৭ জুলাই সকালে হরিহরনদীর পাশে পাটের স্তুপের উপর থেকে এলাকার নারী কর্মী উম্মে সালমাসহ এলাকাবাসী অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে পার্শ্ববর্তি কাশিমনগর ইউনিয়নের ওয়ার্ড মেম্বর আনিচুর রহমানের জিম্মায় রাখে। এ ঘটনায় ১৯ জুলাই থানায় অভিযোগ করা হয়। গতকাল শুক্রবার দুুপুরে এসআই পলাশ কুমার ওই কিশোরীকে উদ্ধার করে থানায় আনে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার নাথ কিশোরীকে উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষের অভিভাবকদের থানায় ডাকা হয়েছে। দ্ধারের পর স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় দেন। গতকাল শুক্রবার পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রেস বিজ্ঞপ্তি : মনিরামপুর ও শার্শা উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক জহিরুল চাকলাদার রেন্টু সাক্ষরিত বিবৃতিতে জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগের অনুমতি সাপেক্ষে ওই দুই উপজেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা এ দুই উপজেলার নেতৃবৃন্দ দীর্ঘ দিন ধরে দলীয় কর্মকান্ডে নিষ্কৃয় রয়েছেন। সাংগঠনিক কার্যক্রম সহ কেন্দ্রীয় ঘোষিত কোন কর্মসূচী বাস্তবায়নে তারা কাজ করছেনা। সর্বশেষ মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে যশোর আয়োজিত জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে দুই উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়নি। এমনকি কোন প্রতিনিধিও প্রেরণ করা হয়নি। এ কারন বিবেচনা করে মনিরামপুর ও শার্শা উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হলো। দ্রুতই আহবায়ক কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
Wednesday, July 20, 2016
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুরের সাবেক চেয়ারম্যান আজগার শেখ আর নেই। বুধবার বেলা সাড়ে ১১ টায় শ্যামকুড় ইউনিয়নের মুজগুন্নী গ্রামের নিজবাড়িতে তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
আজগার শেখ গত ৩ মাস ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি মুজগুন্নী গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজগার শেখ ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচিত হয়ে (১৯৯২-১৯৯৭) সাল পর্যন্ত ৫ বছর শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
তিনি সমাধান নামে একটি এনজিওর প্রতিষ্ঠালগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
মরহুমের জানাযার নামাজে অংশ গ্রহন এবং তার মৃত্যুতে গভীর শোক ও শোকসংতপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীগ সভাপতি আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, শ্যামকুড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কমরেড আব্দুল হামিদ, সমাধানের নির্বাহী পরিচালক রেজাউল ইসলাম, সম্বনয়কারী মুনছুর আলী প্রমূখ।
Tuesday, July 19, 2016
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।
বেসরকারি সংস্থা প্লান বাংলাদেশের আয়োজনে মণিরামপুরে মসজিদের ইমামদের নিয়ে জঙ্গী দমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নিপোর্টের মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘সম্প্রতিক সময়ে কিছু যুবক বিপদগামী হয়ে দেশে জঙ্গীবাদি তৎপরতা চালাচ্ছে। যে কোন ভাবে তাদের এই তৎপরতা নৎসাত করতে হবে। তাই এই ক্ষেত্রে ইমামদের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।’ তাছাড়া ইমামদের কোন বক্তব্য যেন উগ্রোপন্থী না হয় এবং ইসলামী ফাউন্ডেশন কর্তৃক জারিকৃত খুদবা যেন মসজিদে পাঠ করা হয় সেই ব্যাপারেও ইমামদেরকে আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামগন ও প্লান বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Monday, July 18, 2016
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মনিরামপুরে ১নং রোহিতা ইউনিয়নে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ নেতা রায়হান উদ্দীন, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন, সহ-সভাপতি অধির মন্ডল, ইসলাম মেম্বার, ডাঃ শের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইনদাদুল হক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোহর আলী, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম, গণশিক্ষা সম্পাদক মাহমুদ হাসান, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ হোসেন প্রমূখ। উক্ত সভা শেষে হাফিজ উদ্দীনকে সভাপতি ও লিয়াকত বিশ্বাসকে সাধারন সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট রোহিতা ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটিও গঠিত হয়েছে।
দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মনিরামপুরে ১নং রোহিতা ইউনিয়নে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগ নেতা রায়হান উদ্দীন, রোহিতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন, সহ-সভাপতি অধির মন্ডল, ইসলাম মেম্বার, ডাঃ শের আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইনদাদুল হক, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোহর আলী, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক আশরাফুল আলম, গণশিক্ষা সম্পাদক মাহমুদ হাসান, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ হোসেন প্রমূখ। উক্ত সভা শেষে হাফিজ উদ্দীনকে সভাপতি ও লিয়াকত বিশ্বাসকে সাধারন সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট রোহিতা ইউনিয়ন সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটিও গঠিত হয়েছে।
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মণিরামপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর কলেজের আয়োজনে সোমবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, পৌরসভার মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় বলা হয়, গ্রামে বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিচিত কেউ সন্দেহমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে দ্রুত পুলিশ প্রশাসনকে তা জানাতে হবে। মেস মালিকরা কাদের কাছে মেস ভাড়া দিচ্ছেন তাদের নাম তালিকা থানায় জানাতে হবে। না হলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে মালিকদের ছাড় দেওয়া হবে না।
এছাড়া সন্তানরা কার সঙ্গে মেশে, কার সঙ্গে চলাফেরা করে সেই ব্যাপারে অভিভাবকদের খোঁজ-খবর রাখার আহ্বান জানান বক্তারা।
অধ্যাপক আব্দুল আলীম ও ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জিএম মজিদ, তুলশী বসু, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দীন, অরুণ নন্দন, পবন বিশ্বাস তপন, উত্তমকুমার চন্দ্র প্রমুখ।
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুরে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা শাখার উদ্যোগে ঢাকার গুলশান এলাকার হলি আর্টিসান ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে জঙ্গী হামলাসহ সারাদেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌরসভা ময়দানে ছাত্রলীগ আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা আ’লীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য প্রভাষক ফারুক হোসেন, পৌর আ’লীগের সভাপতি আমজেদ হোসেন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি তরুণ আ’লীগ নেতা এ্যাড: বশির আহম্মেদ খান, তরুণ আ’লীগ নেতা সন্দীপ ঘোষ, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আবু তালহা তালেব, পৌর ছাত্রলীগ সভাপতি মোল্যা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জি,এম অনিক ফয়সাল, সহ-সভাপতি আতিক রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান জয়, কাজী কিয়ানী মাহমুদ স্পীভ প্রমূখ। আলোচনা শেষে সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে ছাত্রলীগের নেতা কর্মীরা মণিরামপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে। এছাড়া জঙ্গীবাদ বিরোধী এ সমাবেশে একত্মা ঘোষনা করে জঙ্গী নির্মূলে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষনা দেন মণিরামপুর থানার অফিসার-ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ।
Saturday, July 16, 2016
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
মণিরামপুরের পল্লীতে আগুন লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পাঁড়দিয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, আবু সাইদ, সোহরাব আলী, জুলফিকার আলী, আব্দুল মালেক খাঁ, আকরাম হোসেন, আশরাফ আলী, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল মালেক, আতাউর রহমান, হাবিবুর রহমান এবং আইয়ুুব আলী। এরা মুদিখানা, চা, পান-বিড়ির দোকানি।স্থানীয়দের চেষ্টায় দীর্ঘ এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দোকানগুলো ভস্মিভূত হয়েছে।
খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনাস্থলে যান। এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে তালিকা করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হচ্ছে।
রাজনীতি ডেস্কঃ যশোর রাজনৈতিক অঙ্গনের পরিচিতমুখ আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু (৬৮) আজ দুপুরে ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মনিরামপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ , যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন,ফজলুর রহমান, জামাল হোসেন, বাপ্পি কুন্ডু, উপজেলা ছাত্রলীগের সদস্য জি,এম অনিক ফয়সাল, আতিকুর রহমান, নাজমুল আলম রাজু, জি,এম হাসান, এশান রাব্বি,মামুনুর রশিদ জুয়েল, হাবিবুর রহমান দীপ, মাহমুদুল রহমান রকি, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ ওলিয়ার রহমান, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন, মনিরামপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহবুর রহমান, খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হাদিউজ্জামান ফয়সাল, চালুহাটি ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহম্মেদ, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক জাকির হোসেন, কুলটিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাজমুল হাসান, ভোজগাতী ইউনিয়র ছাত্রলীগের আহবায়ক হারুনুর রশিদ, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আল মামুন, হরিহরনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শরীফ আহম্মেদ, নেহালপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হুমায়ন কবির লিটন সহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১০ মে যশোর শহরের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।